ঢাকা, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : ম্যানচেস্টারে ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি পূর্ণ করে ১৫০ রানে আউট হয়েছেন ইংল্যান্ডের জো রুট। এই ইনিংস খেলার পথে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়েছেন রুট। তার রেকর্ড ইনিংসের সুবাদে ভারতের ৩৫৮ রানের জবাবে ৭ উইকেটে ৫৪৪ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। ৩ উইকেট হাতে নিয়ে ১৮৬ রানে এগিয়ে ইংলিশরা।
দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ২২৫ রান করেছিল ইংল্যান্ড। ৮ উইকেট হাতে নিয়ে ১৩৩ রানে পিছিয়ে ছিল ইংলিশরা। দিন শেষে ওলি পোপ ২০ ও জো রুট ১১ রানে অপরাজিত ছিলেন।
তৃতীয় দিন পোপ ৭১ ও হ্যারি ব্রুক ৩ রানে থামলেও পঞ্চম উইকেটে ১৪২ রানের জুটি গড়েন রুট ও অধিনায়ক বেন স্টোকস। এসময় টেস্ট ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি তুলে নেন রুট।
ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজার বলে আউট হওয়ার আগে ১৪টি চারে ২৪৮ বলে ১৫০ রানের ইনিংস খেলেন রুট। এই ইনিংস খেলার পথে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হন রুট।
১৫৭ টেস্টে ১৩ হাজার ৪০৯ রান নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন রুট। টেস্টে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড ভারতের শচীন টেন্ডুলকারের দখলে। ২০০ টেস্টে ১৫ হাজার ৯২১ রান করেছেন লিটল মাস্টার।
রুট ফেরার পর জেমি স্মিথ ৯ ও ক্রিস ওকস ৪ রানে আউট হন। লিয়াম ডসনকে নিয়ে দিনের খেলা শেষ করেছেন স্টোকস।
৬টি চারে স্টোকস ৭৭ ও ডসন ২১ রানে অপরাজিত আছেন।
ভারতের হয়ে ২টি করে উইকেট নেন জাদেজা ও ওয়াশিংটন সুন্দর।