বাংলাদেশ দল ঘোষণা; নারী কাবাডি বিশ্বকাপ স্থগিত 

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ২০:১২

ঢাকা, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : নারী কাবাডি বিশ্বকাপের জন্য আজ দুপুর দেড়টায় ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ কাবাডি ফেডারেশন (বিকেএফ)। কিন্তু বিকেল ৩টার পর বিশ্বকাপ স্থগিতের খবর জানায় আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন (আইকেএফ)। 

আগামী ৩ থেকে ১০ আগস্ট ভারতের হায়দরাবাদে দ্বিতীয়বারের মত কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন পাঠানো এক বার্তায় বিশ্বকাপ স্থগিতের খবর পায় বাংলাদেশ কাবাডি ফেডারেশন। 

আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন জানায়, অংশগ্রহণকারী দলগুলোর বিস্তারিত সময়মতো জমা না দেওয়ার কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পেতে সময় লেগেছে। এজন্য নারী কাবাডি বিশ্বকাপ স্থগিত করা হয়েছে। বিশ্বকাপের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।

এর আগে নারী কাবাডি বিশ্বকাপের জন্য রুপালি সিনিয়রকে অধিনায়ক করে দল ঘোষণা করেছিল বাংলাদেশ কাবাডি ফেডারেশন।  

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, 'আমাদের  নারী কাবাডি দলে অনেক খেলোয়াড় অনেক দিন ধরে সার্ভিস দিচ্ছে। তেমনি একজন হচ্ছে সিনিয়র রুপালি। এ বিশ্বকাপের মাঝেই সে কাবাডিকে বিদায় জানাবে। অধিনায়ক করে আমরা তাকে সম্মানিত করতে চাই।’

রুপালি ছাড়াও বাংলাদেশ নারী কাবাডি দলের অন্যান্য সদস্যরা হলেন শ্রাবনী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, মোছা. স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালি আক্তার (জুনিয়র), দিশা মনি সরকার, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, তাহরিম, মোছা. ইসরাত জাহান সাদিকা, আঞ্জুআরা রাত্রি, 
স্ট্যান্ড বাই : লাকি আক্তার। 

কোচ : শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সী। 

ম্যানেজার : মনির হোসাইন 

ইন্টারন্যাশনাল টেকনিক্যাল অফিসিয়াল স্বপন খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০