সামিউনের অলরাউন্ড নৈপুণ্যে রোমাঞ্চকর জয় বাংলাদেশের

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ২১:০৩

ঢাকা, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : সামিউন বশিরের অলরাউন্ড নৈপুণ্যে রোমাঞ্চকর জয় দিয়ে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। 

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ ১ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। 

হারারেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের তোপে ৩৪ দশমিক ৪ ওভারে ১২৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। 

বাংলাদেশ পেসার আল ফাহাদ ৩২ রান দিয়ে ৪ টি এবং বাঁ-হাতি স্পিনার সামিউন ১৭ রানে ২ উইকেট নেন।

জবাবে ২১ রানের সূচনার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। এক পর্যায়ে ৯ উইকেটে ১০৯ রানে পরিণত হয় টাইগাররা। তখনও জয় থেকে ২০ রান দূরে বাংলাদেশ। 

শেষ উইকেটে স্বাধীন ইসলামকে নিয়ে লড়াই শুরু করেন সামিউন। স্বাধীনকে এক বলও খেলার সুযোগ না দিয়ে শেষ উইকেট ২০ রান যোগ করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সামিউন।

৭টি চার ও ১টি ছক্কায় ৩৯ বলে অপরাজিত ৪৫ রান করেন সামিউন। 

ছাড়াও দলের পক্ষে ওপেনার জাওয়াদ আবরার ৯ বলে ২০, এমডি আব্দুল্লাহ ১৪ ও আল ফাহাদ ১১ রান করেন।

টুর্নামেন্টের নিজেদের পরের ম্যাচে আগামী সোমবার স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।  নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ২৭৮ রানে হেরেছে জিম্বাবুয়ে। 

ত্রিদেশীয় সিরিজে প্রতিটি দলে তিনবার করে একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে বেথেলের রেকর্ড
ওয়ার্ল্ড আরচ্যারী ইয়ুথ চ্যাম্পিয়নশীপে অংশ নিতে কানাডা গেল বাংলাদেশ দল
শেরপুরে বাসচাপায় পথচারীর মৃত্যু
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় জীবনের ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা 
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বব সিম্পসনের মৃত্যু
মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সকল ধর্মের মানুষ সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে বাংলাদেশে বসবাস করছেন : তারেক রহমান
নওগাঁয় ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু
ফেনীতে জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও সভা
১০