সামিউনের অলরাউন্ড নৈপুণ্যে রোমাঞ্চকর জয় বাংলাদেশের

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ২১:০৩

ঢাকা, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : সামিউন বশিরের অলরাউন্ড নৈপুণ্যে রোমাঞ্চকর জয় দিয়ে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। 

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ ১ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। 

হারারেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের তোপে ৩৪ দশমিক ৪ ওভারে ১২৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। 

বাংলাদেশ পেসার আল ফাহাদ ৩২ রান দিয়ে ৪ টি এবং বাঁ-হাতি স্পিনার সামিউন ১৭ রানে ২ উইকেট নেন।

জবাবে ২১ রানের সূচনার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। এক পর্যায়ে ৯ উইকেটে ১০৯ রানে পরিণত হয় টাইগাররা। তখনও জয় থেকে ২০ রান দূরে বাংলাদেশ। 

শেষ উইকেটে স্বাধীন ইসলামকে নিয়ে লড়াই শুরু করেন সামিউন। স্বাধীনকে এক বলও খেলার সুযোগ না দিয়ে শেষ উইকেট ২০ রান যোগ করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সামিউন।

৭টি চার ও ১টি ছক্কায় ৩৯ বলে অপরাজিত ৪৫ রান করেন সামিউন। 

ছাড়াও দলের পক্ষে ওপেনার জাওয়াদ আবরার ৯ বলে ২০, এমডি আব্দুল্লাহ ১৪ ও আল ফাহাদ ১১ রান করেন।

টুর্নামেন্টের নিজেদের পরের ম্যাচে আগামী সোমবার স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।  নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ২৭৮ রানে হেরেছে জিম্বাবুয়ে। 

ত্রিদেশীয় সিরিজে প্রতিটি দলে তিনবার করে একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী পরিচালিত কার্যক্রম
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১০