রাহুল-গিলের ব্যাটিংয়ে ম্যাচ বাঁচাতে লড়ছে ভারত

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৬:৪১

ঢাকা, ২৭ জুলাই ২০২৫ (বাসস) : ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট বাঁচাতে লড়ছে সফরকারী ভারত। প্রথম ইনিংসে ৩১১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ১৭৪ রান করেছে টিম ইন্ডিয়া। ৮ উইকেট হাতে নিয়ে ১৩৭ রানে পিছিয়ে ভারত।

প্রথম ইনিংসে ভারতের ৩৫৮ রানের জবাবে ৬৬৯ রান তুলে ৩১১ রানের লিড পায় ইংল্যান্ড।

টেস্টের তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪৪ রান করেছিল ইংল্যান্ড। ৩ উইকেট হাতে নিয়ে ১৮৬ রানে এগিয়ে ছিল ইংলিশরা। অধিনায়ক বেন স্টোকস ৭৭ ও লিয়াম ডসন ২১ রানে অপরাজিত ছিলেন।

ডসন ২৬ রানে থামলেও টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি তুলে নেন স্টোকস। ২০২৩ সালের জুনের পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন স্টোকস।

নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১৯৮ বলে ১১টি চার ও ৩টি ছক্কায় ১৪১ রান করেন স্টোকস। 

শেষদিকে ব্রাইডন কার্সের ৪৭ রানের সুবাদে ৬৬৯ রানে অলআউট হয় ইংল্যান্ড।

বল হাতে ভারতের রবীন্দ্র জাদেজা ৪টি এবং ওয়াশিংটন সুন্দর ও জসপ্রিত বুমরাহ ২টি করে উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে প্রথম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে দুই উইকেট হারায় ভারত। রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন যশ্বসী জয়সওয়াল ও সাই সুদর্শন। এরপর ১৭৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেছেন লোকেশ রাহুল ও অধিনায়ক শুভমান গিল।

রাহুল ৮৭ ও গিল ৭৮ রানে অপরাজিত আছেন। ইংল্যান্ডের ক্রিস ওকস ২ উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৌরশক্তি থেকে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করার সরকারের পদক্ষেপের প্রশংসা সিপিডির
জয়পুরহাট সীমান্তে মাদকদ্রব্য উদ্ধার 
বন্যপ্রাণী সংরক্ষণে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে গঠিত হবে ছাত্রবলয়: পরিবেশ উপদেষ্টা
নওগাঁয় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
৪৮তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি 
নিশ্চিত মৃত্যু জেনেও শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন ভোলার মাসুমা
গুলশানে চাঁদাবাজির ঘটনায় চারজন রিমান্ডে
স্বাস্থ্যখাতের টেকসই সংস্কারে বর্তমান অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা
আমার শহরে জুলাই অভ্যুত্থান / নরসিংদীতে আন্দোলন দমাতে গণগ্রেফতার অব্যাহত ছিল 
সারা দেশে প্রাইমারি স্কুলের স্থগিত অনুষ্ঠান হবে ৩১ জুলাই
১০