দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৬:৪৬ আপডেট: : ২৭ জুলাই ২০২৫, ১৭:০৬

ঢাকা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

গত রাতে টুর্নামেন্টের ফাইনালে নিউজিল্যান্ড ৩ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। লিগ পর্বে ৪ ম্যাচ জয়ের পর ফাইনাল জিতে শিরোপা ঘরে তুলল কিউইরা।

হারারেতে অনুষ্ঠিত ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫২ বলে ৭৫ রানের সূচনা করে নিউজিল্যান্ড। দুই ওপেনার টিম সেইফার্ট ৩০ ও ডেভন কনওয়ে ৪৭ রানে আউট হন।

৩১ বল খেলে ৬টি চার ও ১টি ছক্কা মারেন কনওয়ে।

এরপর রাচিন রবীন্দ্রর ব্যাটে সামনে এগোতে থাকে নিউজিল্যান্ড। কনওয়ের মত হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে ৪৭ রানে আউট হন রাচিন।  ২৭ বলের ইনিংসে ৪ চার ও ২ ছক্কা  মারেন তিনি।
শেষ দিকে ড্যারিল মিচেলের অপরাজিত ১৬ ও মিচেল ব্রেসওয়েলের ১৫ রানের সুবাদে ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড।

দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি ২ উইকেট নেন।

১৮১ রানের টার্গেটে দক্ষিণ আফ্রিকাকে ৫৮ বলে ৯২ রানের শুরু এনে দেন লুহান-ড্রি প্রিটোরিয়াস ও রেজা হেনড্রিক্স। হাফ-সেঞ্চুরি তুলে প্রথম ব্যাটার হিসেবে আউট হন প্রিটোরিয়াস।

৫ চার ও ২ ছক্কায় ৩৫ বলে ৫১ রান করেন তিনি।

দলের রান ১শ পার করে ৩৭ রানে থামেন হেনড্রিক্স। মিডল অর্ডারে অধিনায়ক রাসি ভ্যান ডার ডুসেন ১৮ ও রুবিন হারমান ১১ রানে ফিরলে ১৩১ রানে চতুর্থ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

পঞ্চম উইকেটে ২৫ বলে ৪৩ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকার জয়ের আশা বাঁচিয়ে রাখেন ডেওয়াল্ড ব্রেভিস ও জিওর্জি লিন্ডে। শেষ ৬ বলে জয়ের জন্য ৭ রান দরকার হয় প্রোটিয়াদের।

নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরির করা ইনিংসের শেষ ওভারের প্রথম পাঁচ ডেলিভারিতে ব্রেভিস ও লিন্ডেকে হারিয়ে ৩ রান তুলতে পারে দক্ষিণ আফ্রিকা। শেষ বলে ৪ রানের দরকারে কোন রান তুলতে না পারলে তীরে এসে তরি ডুবে দক্ষিণ আফ্রিকার। ২০ ওভারে ৬ উইকেটে ১৭৭ রান করে প্রোটিয়ারা।

নিউজিল্যান্ডের হেনরি ১৯ রানে ২ উইকেট নিয়ে ফাইনালের সেরা খেলোয়াড় হন। ১০ উইকেট শিকারে সিরিজ সেরাও হয়েছেন হেনরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০