মেসিহীন ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল মায়ামি

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৯:৩৬

ঢাকা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : লিওনেল মেসিকে ছাড়া মেজর লিগ সকারে খেলতে নেমে এফসি সিনসিনাটির সাথে পয়েন্ট ভাগাভাগি করল ইন্টার মায়ামি।

আজ নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে সিনসিনাটির বিপক্ষে গোলশূন্য ড্র করে ইন্টার মায়ামি।

গত বুধবার মেজর লিগ সকারে অল স্টার ম্যাচে না খেলার কারণে এক ম্যাচ নিষিদ্ধ হন মেসি ও জর্দি আলবা। 

তাই মেসি ও আলবাকে ছাড়াই সিনসিনাটির বিপক্ষে খেলতে পারেননি তারা।

ঘরের মাঠে সিনসিনাটির বিপক্ষে গোলের ভালো সুযোগ তৈরি করেও জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেনি মায়ামি।

শুরুতেই গোলের ভালো সুযোগ পেয়েছিল সিনসিনাটি। তবে মায়ামির গোলরক্ষকের অসাধারণ দক্ষতায় গোল হজম করতে হয়নি ।

১১তম মিনিটে মায়ামিকে এগিয়ে দেওয়ার সুযোগ নষ্ট করেন ফাফা পিঁকু। ক্রস থেকে উড়ে আসা বলে গোলমুখে হেড করেন তিনি। দারুণ দক্ষতায় বল দখলে নেন সিনসিনাটির গোলরক্ষক রোমান স্যালেন্টানো।

তবে ম্যাচের শেষ দিকে গোল হলেও সেটি বাতিল করেন রেফারি। নির্ধারিত ৯০ মিনিট শেষে ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে ইভান্ডারের ফ্রি কিক থেকে হেডে বল জালে পাঠান সিনসিনাটির ডিফেন্ডার মাইলস রবিনসন। 

কিন্তু ফাউলের বাঁশি বাজান রেফারি। পরে ভিএআর দেখেও নিজের সিদ্ধান্তে অনড় থাকেন রেফারি। শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

বল দখলের লড়াইয়ে সিনসিনাটির বিপক্ষে মায়ামিই এগিয়ে ছিল। ৫৬ শতাংশ বল দখলে রাখে মায়ামি। 

বিপরীতে ৪৪ শতাংশ বল দখলে রাখে সিনসিনাটি।

এই ড্রয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় আছে সিনসিনাটি। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া। ২২ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পাঁচে আছে মায়ামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০