ঢাকা, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : অধিনায়ক শুভমান গিল-রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট ড্র করল সফরকারী ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। প্রথম ও তৃতীয় টেস্টে ইংল্যান্ড এবং দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছিল ভারত।
ম্যানচেস্টারে প্রথম ইনিংসে ৩১১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ১৭৪ রান করেছিল ভারত। ৮ উইকেট হাতে নিয়ে ১৩৭ রানে পিছিয়ে ছিল টিম ইন্ডিয়া। লোকেশ রাহুল ৮৭ ও গিল ৭৮ রানে অপরাজিত ছিলেন।
পঞ্চম দিন ৩ রান যোগ করে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের বলে আউট হন রাহুল। ৮টি চারে ২৩০ বলে ৯০ রান করেন তিনি। শূন্য রানে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেটে গিলের সাথে ১৮৮ রানের জুটি গড়েন রাহুল।
রাহুল ফেরার পর টেস্টে নবম ও চলতি সিরিজে চতুর্থ সেঞ্চুরি তুলে নেন গিল। অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ সেঞ্চুরিতে দুই কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান এবং সুনীল গাভাস্কারের বিশ্ব রেকর্ড স্পর্শ করেন গিল। রেকর্ড সেঞ্চুরির পরই বিদায় নেন তিনি। ১২ চারে ২৩৮ বলে ১০৩ রান করেন গিল।
দলীয় ২২২ রানে চতুর্থ ব্যাটার হিসেবে গিলের বিদায়ে ম্যাচ নিয়ে চিন্তায় পড়ে ভারত। কারণ তখনও দিনের দুই সেশন খেলা বাকী। ঐসময় ৬ উইকেট হাতে নিয়ে ৮৯ রানে পিছিয়ে ভারত।
পঞ্চম উইকেটে ইংল্যান্ড বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন সুন্দর ও জাদেজা। মাটি কামড়ে ধরে খেলতে থাকেন তারা। দ্বিতীয় সেশনে লিড নিয়ে অবিচ্ছিন্ন থেকে ৪ উইকেটে ৩২২ রানে বিরতিতে যান সুন্দর ও জাদেজা। এসময় সুন্দর ৫৭ ও জাদেজা ৫৩ রানে অপরাজিত ছিলেন।
তৃতীয় সেশনেও ইংল্যান্ড বোলারদের উপর আধিপত্য বিস্তার করে খেলেছেন সুন্দর ও জাদেজা। এতে দু’জনই সেঞ্চুরির দেখা পান। সুন্দর টেস্ট ক্যারিয়ারের প্রথম এবং জাদেজা পঞ্চম সেঞ্চুরির স্বাদ নেন।
সুন্দর ও জাদেজার সেঞ্চুরির পর টেস্ট ড্র মেনে নেয় ভারত ও ইংল্যান্ড। ৯টি চার ও ১টি ছক্কায় ২০৬ বলে সুন্দর ১০১ এবং ১৩ বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে জাদেজা ১০৭ রানে অপরাজিত থাকেন।
ক্রিস ওকস ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন ইংল্যান্ডের স্টোকস।
আগামী ৩১ জুলাই দ্য ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।