শেষ টেস্টে ইংল্যান্ড দলে ওভারটন

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৬:৩৯

ঢাকা, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : ভারতের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টের জন্য ইংল্যান্ডের দলে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার জেমি ওভারটন। চতুর্থ টেস্টের দলের সাথে একমাত্র পরিবর্তন হিসেবে যুক্ত হয়েছেন ওভারটন। 

২০২২ সালের জুনে লিডসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ওভারটনের। এরপর আর দেশের জার্সিতে টেস্ট খেলা হয়নি তার।

অভিষেক টেস্টে ২ উইকেট শিকার এবং হাফ-সেঞ্চুরিতে ৯৭ রান করেছিলেন ওভারটন। 

ম্যানচেস্টারে ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের পেসাররা দুই ইনিংস মিলিয়ে মোট ২৫৭.১ ওভার বল করেছেন। তাই ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বলেন, ‘শেষ টেস্টের জন্য দলে নতুন বোলার দরকার হতে পারে।’

ওভারটন যুুক্ত হওয়ায় ইংল্যান্ডের পেস আক্রমণে বোলার সংখ্যা গিয়ে দাঁড়াল সাত-এ। জোফরা আর্চার, ক্রিস ওকস, জশ টাং, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্সের সাথে আছেন স্টোকস। চতুর্থ ম্যাচে প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসের ১ উইকেটের শিকারের পাশাপাশি ব্যাট হাতে ১৪১ রান করে ম্যাচ সেরা হন স্টোকস। তবে টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করার সময় হাত ও পায়ে ব্যথা অনুভব করেছেন ইংলিশ দলনেতা।

গোড়ালির ইনজুরি থেকে ফিরে চলতি সিরিজে চার টেস্টই খেলেছেন ওকস। সিরিজের সর্বোচ্চ ১৬৭ ওভার বোলিং করেছেন তিনি। তার উপর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি আছে। এছাড়া কার্স ১৫৫ ওভার ও স্টোকস ১৪০ ওভার বোলিং করেছেন।

চার বছর পর টেস্ট দলে ফিরে ইতোমধ্যে দুই ম্যাচ খেলেছেন জোফরা আর্চার। তাই কোন পেসারের যদি বিশ্রামের প্রয়োজন পড়ে, সেজন্য বিকল্প হিসেবে ওভারটনকে যুক্ত করেছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। 

পঞ্চম টেস্টের জন্য ইংল্যান্ড দল : বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, লিয়াম ডওসন, বেন ডাকেট, জেমি ওভারটন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টাং ও ক্রিস ওকস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০