ঢাকা, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ঋসভ পান্তের জায়গায় ভারতীয় দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন নারায়ন জাগাদিসান।
ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ডান পায়ে বল-এর আঘাত পান পান্ত। পায়ে ব্যাথা নিয়ে ব্যক্তিগত ৩৭ রানে মাঠে ছাড়েন তিনি। পরবর্তীতে ব্যাট হাতে নেমে ৫৪ রানে আউট হন পান্ত।
তবে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে পারেননি পান্ত। পরীক্ষার পর পান্তের পায়ে চিড় ধরা পড়ে। ফলে চলতি সিরিজ থেকে ছিটকে যান তিনি।
পান্তের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে ২৯ বছর বয়সী জাগাদিসানকে। পঞ্চম টেস্টে একাদশে তার সুযোগ পাবার সম্ভাবনা ক্ষীণ। কারণ দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে আছেন ধ্রুব জুরেল। পান্তের ইনজুরিতে চতুর্থ টেস্টে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন জুরেল।
২০২৩-২৪ মৌসুমে রঞ্জি ট্রফিতে ১৩ ইনিংসে ৮১৬ ও পরের মৌসুমে ১৩ ইনিংসে ৬৭৪ রান করেছেন জাগাদিসান। ২০২২ সালে বিজয় হাজারে ট্রফিতে টানা পাঁচ ইনিংসে সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে অনন্য কীর্তি গড়েন তিনি। ৫২টি প্রথম শ্রেনির ক্রিকেটে ১০ সেঞ্চুরি ও ১৪ হাফ-সেঞ্চুরিতে ৩৩৭৩ রান করেছেন জাগাদিসান।
প্রথম চার টেস্ট শেষে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। সিরিজ হার এড়াতে পঞ্চম ও শেষ টেস্টে জয়ের বিকল্প নেই ভারতের। শেষ টেস্টে জয় বা ড্র করলেই সিরিজ জিতবে ইংলিশরা।
আগামী ৩১ জুলাই দ্য ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড ও ভারত।