মারধরের অভিযোগ অস্বীকার তাসকিনের

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৯:২৯

ঢাকা, ২৮ জুলাই ২০২৫ (বাসস) : মারধরের অভিযোগে বাংলাদেশ পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে আজ মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে ঐ অভিযোগ অস্বীকার করেছেন তাসকিন। 

সাধারণ ডায়েরি করা বাদী সিফাতুর রহমান সৌরভ বেশ কিছু সংবাদমাধ্যমকে জানান, রোববার রাতে ডেকে নিয়ে তাকে মারধর করেন তাসকিন। এজন্য জাতীয় দলের পেসারের বিরুদ্ধে একটি জিডি করা হয়েছে বলে জানান তিনি। 

ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে জানান তাসকিন। ঘটনা অস্বীকার করে তাসকিন বলেন, ‘আমি কাউকে মারধর করিনি। আমাকে ফাঁসানোর জন্য এসব করা হচ্ছে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানান, যা হয়েছে সেটি নিয়ে বোর্ড অবগত আছে। তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত পুরো ঘটনা জানি না।’

তিনি আরও বলেন, ‘যেকোন সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের জানতে হবে ঘটনাটি সত্য নাকি মিথ্যা। ভালভাবে না জানা পর্যন্ত আমরা এ বিষয়ে কোন মন্তব্য করতে পারব না।’

মিঠু জানান, এ বিষয়টি বিসিবির এখতিয়ারের বাইরে হলেও এটি শৃঙ্খলার মধ্যেই পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গ্রীন ডেল্টা ও রূপায়ন হাউজিংয়ে দুদকের অভিযান
গণঅভ্যুত্থানের অঙ্গীকার লঙ্ঘিত হলে জেনজি’রা আবার রাজপথে নামবে : মঞ্জু
সারাদেশে পুলিশের অভিযানে ১,৫০৭ জন গ্রেফতার 
বাহার ও তার কন্যার ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকা ফ্রিজ করেছে সিআইডি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালের ১৫টি মামলায় চার্জশিট
ঢাবিতে প্রথমবারের মতো হলভিত্তিক ‘জুলাই সেন্টার’-এর উদ্বোধন
জিয়াউর রহমান সাড়ে ৩ বছরে দেশে আমূল পরিবর্তন করেছিলেন : ফরহাদ হালিম ডোনার
কুমিল্লায় ছাত্রদের পুনরায় সংগঠিত হওয়ার দিন
নতুন সৌদি রাষ্ট্রদূতের সাথে মীর নাছিরের সৌজন্য সাক্ষাৎ
১০