মারধরের অভিযোগ অস্বীকার তাসকিনের

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৯:২৯

ঢাকা, ২৮ জুলাই ২০২৫ (বাসস) : মারধরের অভিযোগে বাংলাদেশ পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে আজ মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে ঐ অভিযোগ অস্বীকার করেছেন তাসকিন। 

সাধারণ ডায়েরি করা বাদী সিফাতুর রহমান সৌরভ বেশ কিছু সংবাদমাধ্যমকে জানান, রোববার রাতে ডেকে নিয়ে তাকে মারধর করেন তাসকিন। এজন্য জাতীয় দলের পেসারের বিরুদ্ধে একটি জিডি করা হয়েছে বলে জানান তিনি। 

ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে জানান তাসকিন। ঘটনা অস্বীকার করে তাসকিন বলেন, ‘আমি কাউকে মারধর করিনি। আমাকে ফাঁসানোর জন্য এসব করা হচ্ছে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানান, যা হয়েছে সেটি নিয়ে বোর্ড অবগত আছে। তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত পুরো ঘটনা জানি না।’

তিনি আরও বলেন, ‘যেকোন সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের জানতে হবে ঘটনাটি সত্য নাকি মিথ্যা। ভালভাবে না জানা পর্যন্ত আমরা এ বিষয়ে কোন মন্তব্য করতে পারব না।’

মিঠু জানান, এ বিষয়টি বিসিবির এখতিয়ারের বাইরে হলেও এটি শৃঙ্খলার মধ্যেই পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০