চরফ্যাশনে মেয়াদোত্তীর্ণ দুই ইউপিতে প্রশাসক ও সদস্য নিয়োগে হাইকোর্টের নির্দেশ

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ২১:০৬
ফাইল ছবি

ঢাকা, ২৮ জুলাই, ২০২৫ (বাসস): ভোলার চরফ্যাশনে মেয়াদোত্তীর্ণ দুই ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রশাসক ও সদস্য নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন বলে বাসসকে জানান সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া।

তিনি জানান, ভোলার চরফ্যাশন উপজেলার মেয়াদোত্তীর্ণ হওয়া নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক ও সদস্য নিয়োগে ব্যর্থতা এবং অবৈধভাবে প্যানেল চেয়ারম্যানদের দিয়ে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার আদেশ অবৈধ ঘোষণা করা হবে না-মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে আদালত ওই দুই ইউনিয়নে প্যানেল চেয়ারম্যানদের মাধ্যমে পরিচালিত প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে। পাশাপাশি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী অবিলম্বে প্রশাসক ও সদস্য নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এক রিট আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।

রিট আবেদনে উল্লেখ করা হয়, নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ৩০ ডিসেম্বর এবং নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গেজেট প্রকাশিত হয় ২০২০ সালের ১৩ জানুয়ারি। সে অনুযায়ী, দুই ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয় ২০২৫ সালের ১৩ জানুয়ারি। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (সংশোধিত ২০২৪) এর ধারা ১৮ অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য সরকার একজন উপযুক্ত কর্মকর্তা বা ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ দিতে বাধ্য। কিন্তু এই ক্ষেত্রে প্রশাসক নিয়োগ না দিয়ে ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে জারি করা অফিস আদেশের ভিত্তিতে প্যানেল চেয়ারম্যানদের দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা সম্পূর্ণরূপে আইন পরিপন্থি।

চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা মো. জাহিদ, মো. মানিক ও রাজিব জনস্বার্থে হাইকোর্টে রিটটি দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গ্রীন ডেল্টা ও রূপায়ন হাউজিংয়ে দুদকের অভিযান
গণঅভ্যুত্থানের অঙ্গীকার লঙ্ঘিত হলে জেনজি’রা আবার রাজপথে নামবে : মঞ্জু
সারাদেশে পুলিশের অভিযানে ১,৫০৭ জন গ্রেফতার 
বাহার ও তার কন্যার ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকা ফ্রিজ করেছে সিআইডি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালের ১৫টি মামলায় চার্জশিট
ঢাবিতে প্রথমবারের মতো হলভিত্তিক ‘জুলাই সেন্টার’-এর উদ্বোধন
জিয়াউর রহমান সাড়ে ৩ বছরে দেশে আমূল পরিবর্তন করেছিলেন : ফরহাদ হালিম ডোনার
কুমিল্লায় ছাত্রদের পুনরায় সংগঠিত হওয়ার দিন
নতুন সৌদি রাষ্ট্রদূতের সাথে মীর নাছিরের সৌজন্য সাক্ষাৎ
১০