জাতীয় উশু প্রতিযোগিতায় নতুন চ্যাম্পিয়ন সেনাবাহিনী

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৯:৫০
ছবি : বাসস

ঢাকা, ২৮ জুলাই ২০২৫ (বাসস) : বাংলাদেশ আনসার ও ভিডিপির ১৬ বছরের রাজত্ব শেষ করে ১৮তম জাতীয় উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সর্বমোট ১৬টি স্বর্ণ পদক জয়ের মাধ্যমে সেনাবাহিনী এবারের জাতীয় আসরে শ্রেষ্ঠত্ব অর্জন করে। 

সাতটি স্বর্ণ জিতে আনসারকে প্রথম রানার্স-আপ শিরোপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। তিনটি স্বর্ণপদক নিয়ে দ্বিতীয় রানার্স-আপ হয়েছে দিনাজপুর জেলা এবং একটি স্বর্ণপদক জিতে চতুর্থ স্থান লাভ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রাজধানীর মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১৮তম জাতীয় উশু প্রতিযোগিতায় সমাপনী দিনে রোববার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লী শাওপেং।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উশুর সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলুসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

গত ২৩ জুলাই থেকে প্রতিযোগিতা শুরু হয়েছিল। 

এবারের প্রতিযোগিতায় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, আনসার এবং বিকেএসপি সহ মোট ২৮টি দলের প্রায় ৪১৮ জন ক্রীড়াবিদ, কোচ ও কর্মকর্তা অংশ নিয়েছেন। পুরুষ ও নারী মিলিয়ে এবার ছিল মোট ২৭টি স্বর্ণপদক ইভেন্ট। এর মধ্যে সান্দা ফাইটে ছিল ১৯টি এবং তাওলুতে ৮টি ইভেন্ট। প্রতিযোগিতার শেষে বিভিন্ন শ্রেণিতে সর্বমোট ১০৮টি পদক (স্বর্ণ, রৌপ্য ও তাম্র) প্রদান করা হয়।

জাতীয় প্রতিযোগিতায় স্বর্ণ ও রৌপ্যপদক জয়ীদের নিয়ে আগামী ১ আগস্ট থেকে মিরপুর ক্রীড়া পল্লীতে একটি আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে। মূলত ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে বাংলাদেশ উশু ফেডারেশন এই প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গ্রীন ডেল্টা ও রূপায়ন হাউজিংয়ে দুদকের অভিযান
গণঅভ্যুত্থানের অঙ্গীকার লঙ্ঘিত হলে জেনজি’রা আবার রাজপথে নামবে : মঞ্জু
সারাদেশে পুলিশের অভিযানে ১,৫০৭ জন গ্রেফতার 
বাহার ও তার কন্যার ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকা ফ্রিজ করেছে সিআইডি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালের ১৫টি মামলায় চার্জশিট
ঢাবিতে প্রথমবারের মতো হলভিত্তিক ‘জুলাই সেন্টার’-এর উদ্বোধন
জিয়াউর রহমান সাড়ে ৩ বছরে দেশে আমূল পরিবর্তন করেছিলেন : ফরহাদ হালিম ডোনার
কুমিল্লায় ছাত্রদের পুনরায় সংগঠিত হওয়ার দিন
নতুন সৌদি রাষ্ট্রদূতের সাথে মীর নাছিরের সৌজন্য সাক্ষাৎ
১০