জাতীয় উশু প্রতিযোগিতায় নতুন চ্যাম্পিয়ন সেনাবাহিনী

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৯:৫০
ছবি : বাসস

ঢাকা, ২৮ জুলাই ২০২৫ (বাসস) : বাংলাদেশ আনসার ও ভিডিপির ১৬ বছরের রাজত্ব শেষ করে ১৮তম জাতীয় উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সর্বমোট ১৬টি স্বর্ণ পদক জয়ের মাধ্যমে সেনাবাহিনী এবারের জাতীয় আসরে শ্রেষ্ঠত্ব অর্জন করে। 

সাতটি স্বর্ণ জিতে আনসারকে প্রথম রানার্স-আপ শিরোপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। তিনটি স্বর্ণপদক নিয়ে দ্বিতীয় রানার্স-আপ হয়েছে দিনাজপুর জেলা এবং একটি স্বর্ণপদক জিতে চতুর্থ স্থান লাভ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রাজধানীর মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১৮তম জাতীয় উশু প্রতিযোগিতায় সমাপনী দিনে রোববার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লী শাওপেং।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উশুর সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলুসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

গত ২৩ জুলাই থেকে প্রতিযোগিতা শুরু হয়েছিল। 

এবারের প্রতিযোগিতায় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, আনসার এবং বিকেএসপি সহ মোট ২৮টি দলের প্রায় ৪১৮ জন ক্রীড়াবিদ, কোচ ও কর্মকর্তা অংশ নিয়েছেন। পুরুষ ও নারী মিলিয়ে এবার ছিল মোট ২৭টি স্বর্ণপদক ইভেন্ট। এর মধ্যে সান্দা ফাইটে ছিল ১৯টি এবং তাওলুতে ৮টি ইভেন্ট। প্রতিযোগিতার শেষে বিভিন্ন শ্রেণিতে সর্বমোট ১০৮টি পদক (স্বর্ণ, রৌপ্য ও তাম্র) প্রদান করা হয়।

জাতীয় প্রতিযোগিতায় স্বর্ণ ও রৌপ্যপদক জয়ীদের নিয়ে আগামী ১ আগস্ট থেকে মিরপুর ক্রীড়া পল্লীতে একটি আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে। মূলত ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে বাংলাদেশ উশু ফেডারেশন এই প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০