এবার ৩৯ বলে সেঞ্চুরি করলেন ডি ভিলিয়ার্স

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৮:০৫

ঢাকা, ২৮ জুলাই ২০২৫ (বাসস) : বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস টি-টোয়েন্টি ক্রিকেটে ৪১ বলের পর এবার ৩৯ বলে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকালেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। 

গতরাতে টুর্নামেন্টের ১২তম ম্যাচে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ৩৯ বলে সেঞ্চুরি করে ১২৩ রানের ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স। আগের ম্যাচে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ৪১ বলে সেঞ্চুরি করে ৫১ বলে ১১৬ রানে অপরাজিত ছিলেন তিনি।  

লিডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮১ বলে ১৮৭ রানের উদ্বোধনী জুটি গড়েন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার জেজে স্মুথস ও ডি ভিলিয়ার্স। ২২ বলে প্রথম হাফ-সেঞ্চুরির পর ৩৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। 

প্রথম ব্যাটার হিসেবে আউট হবার আগে ৪৬ বল খেলে ১৫ চার ও ৮টি ছক্কায় ১২৩ রান করেন ডি ভিলিয়ার্স। ১০ চার ও ৩ ছক্কায় ৫৩ বলে ৮৫ রানে আউট হন স্মুথস। 

দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে ২০ ওভারে ৬ উইকেট ২৪১ রান করে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার পিটার সিডল ৩ উইকেট নেন। 

জবাবে ১৬.৪ ওভারে ১৪৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন বেন কাটিং। দক্ষিণ আফ্রিকার আরন ফাঙ্গিসো ১৩ রানে ৪ ও ইমরান তাহির ৩ উইকেট নেন।

এই জয়ে লিগ পর্বে ৫ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গ্রীন ডেল্টা ও রূপায়ন হাউজিংয়ে দুদকের অভিযান
গণঅভ্যুত্থানের অঙ্গীকার লঙ্ঘিত হলে জেনজি’রা আবার রাজপথে নামবে : মঞ্জু
সারাদেশে পুলিশের অভিযানে ১,৫০৭ জন গ্রেফতার 
বাহার ও তার কন্যার ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকা ফ্রিজ করেছে সিআইডি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালের ১৫টি মামলায় চার্জশিট
ঢাবিতে প্রথমবারের মতো হলভিত্তিক ‘জুলাই সেন্টার’-এর উদ্বোধন
জিয়াউর রহমান সাড়ে ৩ বছরে দেশে আমূল পরিবর্তন করেছিলেন : ফরহাদ হালিম ডোনার
কুমিল্লায় ছাত্রদের পুনরায় সংগঠিত হওয়ার দিন
নতুন সৌদি রাষ্ট্রদূতের সাথে মীর নাছিরের সৌজন্য সাক্ষাৎ
১০