কাল নেপালে শুরু হচ্ছে বিশ্ব টেবিল টেনিসের বাছাইপর্ব, অংশ নিচ্ছে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৫:৪১

ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : আগামী বছর ২৮ এপ্রিল-১০ মে পর্যন্ত  লন্ডনে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপের পুরুষ ও মহিলা দলগত প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাকে সামনে রেখে বাছাইপর্বে অংশ নিতে বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস পুরুষ ও মহিলা দল নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছেছে। 

কোচ সৈয়দ মাহমুদুজ্জামান শাহেদ এর নেৃতত্বে পুরুষ দলের শীর্ষ ৪ র‌্যাংকধারী খেলোয়াড়রা হলেন- রামহিম লিয়ন বম, মুহতাসিন আহমেদ হৃদয়, ইমরুল কায়েস ইমন এবং জাভেদ আহমেদ। নারী দলের শীর্ষ ৪ র‌্যাংকিং খেলোয়াড় হলেন- সাদিয়া রহমান মৌ, সোনাম সুলতানা সোমা, খই খই সাই মারমা এবং ঐশী রহমান। 

দলের ম্যানেজার হিসেবে আছেন অ্যাডহক কমিটির সদস্য এবং আইটিটিএফ এর লেবেল টু কোচ মাঈনুল ইসলাম চিশতী। দলকে উৎসাহিত করতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট দলের সাথে রয়েছেন। 

অল নেপাল টেবিল টেনিস এসোসিয়েশন আয়োজিত বিশ্ব টেবিল টেনিস দক্ষিণ এশীয় বাছাইপর্ব আগামী ৩০-৩১ জুলাই জাতীয় টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 

এশিয়ান টেবিল টেনিস ইউনিয়নের বার্ষিক কর্মসূচি অনুসারে এই প্রতিযোগিতায় নেপাল, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং মালদ্বীপ অংশগ্রহণ করছে। ভারত ১০ জন করে খেলোয়াড় পাঠালেও অন্য দলগুলো ৮ জন করে খেলোয়াড় পাঠিয়েছে। প্রতিযোগিতা থেকে পাকিস্তান এবং ভুটান শেষ মুহূর্তে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। 

সারাবিশ্ব থেকে ৬৪টি পুরুষ এবং ৬৪টি নারী দল ২০২৬ সালের ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপে অংশগ্রহণ করবে। নেপালের আঞ্চলিক পর্যায়ে প্রতিটি বিভাগে বিজয়ী দল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপে খেলার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্কবিষয়ক বৈঠক চলছে
ডাকসু, রাকসু ও জাকসু নির্বাচনের তফসিল ঘোষণায় প্রশাসনকে শিবিরের ধন্যবাদ
কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ ও পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি
ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেনের সমাপনী ও পুরস্কার বিতরণ
আগামী ৩ কার্যদিবসে দপ্তর সমূহে ওয়েবসাইট না থাকার ব্যাখা চেয়েছে মাউশি
পাবনায় রাইস এজেন্সির মালিকের কাছে চাঁদা দাবি, আটক ২
২৮ জুলাই ঐকমত্য কমিশনের সংলাপের সময় অগ্নিকাণ্ডের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ‘ড্র’ ৩১ জুলাই
পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে : নাহিদ ইসলাম
১০