ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : আগামী বছর ২৮ এপ্রিল-১০ মে পর্যন্ত লন্ডনে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপের পুরুষ ও মহিলা দলগত প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাকে সামনে রেখে বাছাইপর্বে অংশ নিতে বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস পুরুষ ও মহিলা দল নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছেছে।
কোচ সৈয়দ মাহমুদুজ্জামান শাহেদ এর নেৃতত্বে পুরুষ দলের শীর্ষ ৪ র্যাংকধারী খেলোয়াড়রা হলেন- রামহিম লিয়ন বম, মুহতাসিন আহমেদ হৃদয়, ইমরুল কায়েস ইমন এবং জাভেদ আহমেদ। নারী দলের শীর্ষ ৪ র্যাংকিং খেলোয়াড় হলেন- সাদিয়া রহমান মৌ, সোনাম সুলতানা সোমা, খই খই সাই মারমা এবং ঐশী রহমান।
দলের ম্যানেজার হিসেবে আছেন অ্যাডহক কমিটির সদস্য এবং আইটিটিএফ এর লেবেল টু কোচ মাঈনুল ইসলাম চিশতী। দলকে উৎসাহিত করতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট দলের সাথে রয়েছেন।
অল নেপাল টেবিল টেনিস এসোসিয়েশন আয়োজিত বিশ্ব টেবিল টেনিস দক্ষিণ এশীয় বাছাইপর্ব আগামী ৩০-৩১ জুলাই জাতীয় টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এশিয়ান টেবিল টেনিস ইউনিয়নের বার্ষিক কর্মসূচি অনুসারে এই প্রতিযোগিতায় নেপাল, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং মালদ্বীপ অংশগ্রহণ করছে। ভারত ১০ জন করে খেলোয়াড় পাঠালেও অন্য দলগুলো ৮ জন করে খেলোয়াড় পাঠিয়েছে। প্রতিযোগিতা থেকে পাকিস্তান এবং ভুটান শেষ মুহূর্তে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে।
সারাবিশ্ব থেকে ৬৪টি পুরুষ এবং ৬৪টি নারী দল ২০২৬ সালের ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপে অংশগ্রহণ করবে। নেপালের আঞ্চলিক পর্যায়ে প্রতিটি বিভাগে বিজয়ী দল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপে খেলার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে।