মুন্সীগঞ্জ ২৯ জুলাই, ২০২৫ (বাসস ) : মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষ্যে আন্ত:উপজেলা কাবাডি টুর্নামেন্ট শুরু হয়েছে।
আজ সকালে ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুর ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শেখ মোঃ নাসির উদ্দিনসহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে জেলার ৬টি উপজেলা মুন্সীগঞ্জ সদর, গজারিয়া, লৌহজং, সিরাজদিখান, টংগিবাড়ী এবং শ্রীনগর উপজেলা অংশগ্রহন করছে।
উদ্বোধনী খেলায় সদর উপজেলা ৫১-৩৫ পয়েন্টে গজারিয়া উপজেলাকে এবং সিরাজদিখান উপজেলা ৪২-২৪ পয়েন্টে শ্রীনগর উপজেলাকে পরাজিত করে।