টেস্টের পর টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৬:৫১

ঢাকা, ২৯ জুলাই ২০২৫ (বাসস) : টেস্টের পর টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া। আজ সকালে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া ৩ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৫-০ ব্যবধানে জিতে ক্যারিবীয়দের হোয়াইওয়াশের লজ্জা দিল অসিরা। 

এর আগে তিন ম্যাচের টেস্ট সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল অস্ট্রেলিয়া। ফলে এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে আটটি আন্তর্জাতিক ম্যাচ জিতল অসিরা।

এতে যেকোন সফরে সফরকারী দল হিসেবে দ্বিতীয়বারের মত আট ম্যাচ জিতল তারা। 

২০০৫ সালে নিউজিল্যান্ড সফরে ৯ ম্যাচ খেলে ৮টিতে জিতেছিল অস্ট্রেলিয়া। এছাড়াও ১৯৮৩ সালে ভারত সফরে ১১ ম্যাচ খেলে ৮টিতে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এই তালিকায় সবার উপরে রয়েছে ভারত। ২০১৭ সালে শ্রীলংকা সফরে ৯ ম্যাচ খেলে সবগুলোই জিতেছিল টিম ইন্ডিয়া।

আগের সাত ম্যাচের মত সেন্ট কিটসে সফরের শেষ ম্যাচেও টসে জয় হয় অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়ে পঞ্চম ওভারের মধ্যে ৩২ রানে ক্যারিবীয়দের ৩ উইকেট তুলে নেয় অসিরা। 

মিডল অর্ডারে শেরফানে রাদারফোর্ড, শিমরোন হেটমায়ার ও জেসন হোল্ডারের দৃঢ়তায় চাপমুক্ত হয় ওয়েস্ট ইন্ডিজ। রাদারফোর্ড ১৭ বলে ৩৫ রানে আউট হলেও দেড় বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টিতে হাফ-সেঞ্চুরি তুলে নেন হেটমায়ার। ৩১ বলে ৩টি করে চার-ছক্কায় ৫২ রান করেন হেটমায়ার। হোল্ডারের সাথে পঞ্চম উইকেটে ৪৭ রান যোগ করেন তিনি। 

হোল্ডারের ২০, ম্যাথু ফোর্ডের ১৫ ও আকিল হোসেনের ১১ রানের উপর ভর করে ১৯.৪ ওভারে ১৭০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়া বেন ডোয়ারশিষ ৩ উইকেট নেন। 

১৭১ রানের টার্গেটে ২৫ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে অস্ট্রেলিয়াও। চতুর্থ উইকেটে টিম ডেভিডের সাথে ১৪ বলে ৩৫ ও পঞ্চম উইকেটে মিচেল ওয়েনকে নিয়ে ২৯ বলে ৬৩ রান যোগ করে অস্ট্রেলিয়ার জয়ের আশা বাঁচিয়ে রাখেন ক্যামেরুন গ্রিন। 

গ্রিন ১৮ বলে ৩২, ডেভিড ১২ বলে ৩০ এবং ওয়েন ১৭ বলে ৩৭ রানে আউট হলে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন অ্যারন হার্ডি। ২৫ বলে ২৮ রানের অনবদ্য ইনিংস খেলেন হার্ডি। ওয়েস্ট ইন্ডিজ স্পিনার আকিল ৩ উইকেট নেন। 

ম্যাচ সেরা হয়েছেন ডোয়ারশিষ এবং সিরিজ সেরার পুরস্কার জিতেন গ্রিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০