জরিমানার কবলে ওয়েস্ট ইন্ডিজ

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৭:২৫

ঢাকা, ২৯ জুলাই ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ধীর গতির বোলিংয়ের কারণে জরিমানার কবলে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। 

চতুর্থ টি-টোয়েন্টিতে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করার কারণে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। 

এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম করার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।

ঐ ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করেছে ওয়েস্ট ইন্ডিজ। এজন্য ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। 

আইসিসি ম্যাচ অফিসিয়ালদের শাস্তি মেনে নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। এজন্য আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। 

চতুর্থ টি-টোয়েন্টিতে ৯ উইকেটে ২০৫ রান করে ৩ উইকেটে ম্যাচ হারে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন শেরফানে রাদারফোর্ড। দলের কোন ব্যাটার ৩৫ রান না করার পরও প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে দুইশ স্পর্শ করার রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজ। 

আজ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ হেরে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হয় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে তিন ম্যাচের টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছিল ক্যারিবীয়রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্কবিষয়ক বৈঠক চলছে
ডাকসু, রাকসু ও জাকসু নির্বাচনের তফসিল ঘোষণায় প্রশাসনকে শিবিরের ধন্যবাদ
কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ ও পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি
ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেনের সমাপনী ও পুরস্কার বিতরণ
আগামী ৩ কার্যদিবসে দপ্তর সমূহে ওয়েবসাইট না থাকার ব্যাখা চেয়েছে মাউশি
পাবনায় রাইস এজেন্সির মালিকের কাছে চাঁদা দাবি, আটক ২
২৮ জুলাই ঐকমত্য কমিশনের সংলাপের সময় অগ্নিকাণ্ডের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ‘ড্র’ ৩১ জুলাই
পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে : নাহিদ ইসলাম
১০