বি-গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, চায়না ও উত্তর কোরিয়া

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৭:২৭

ঢাকা, ২৯ জুলাই ২০২৫ (বাসস) : আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের ড্র আজ জমকালো আয়োজনে সিডনির টাউন হলে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বি-গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চায়না, উজবেকিস্তান ও উত্তর কোরিয়া। 

১২টি দল তিনটি গ্রুপে বিভক্ত হয়ে মূল পর্বের প্রতিযোগিতায় অংশ নিবে।
ড্র অনুযায়ী গ্রুপ ভিত্তিক দলগুলো হলো :

গ্রুপ-এ : অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, ফিলিপাইন
গ্রুপ-বি : চায়না, উজবেকিস্তান, উত্তর কোরিয়া, বাংলাদেশ
গ্রুপ-সি : জাপান, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে। 

প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দলের সাথে তৃতীয় স্থানে থাকা সেরা দুটি দলসহ মোট আটটি দল নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

চীন, উত্তর ও দক্ষিণ কোরিয়া গত আসরের শীর্ষ তিন দল ও অস্ট্রেলিয়া স্বাগতিক হওয়ায় সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে। বাকি ৮ দল বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসেছে। 

গত ১২ জুন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা নারী দলের র‌্যাঙ্কিং প্রকাশ করেছিল। সেই র‌্যাঙ্কিং অনুযায়ী এশিয়া কাপ নিশ্চিত করা ১২ দলকে ড্রয়ের আগে চার পটে রাখা হয়েছিল।

অন্য সবগুলো দলের এশিয়ান কাপে খেলার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথমবারের মত এএফসি নারী 
এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আগামী বছর ১-২১ মার্চ অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ড কোস্টে নারীদের এই আসর অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্কবিষয়ক বৈঠক চলছে
ডাকসু, রাকসু ও জাকসু নির্বাচনের তফসিল ঘোষণায় প্রশাসনকে শিবিরের ধন্যবাদ
কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ ও পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি
ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেনের সমাপনী ও পুরস্কার বিতরণ
আগামী ৩ কার্যদিবসে দপ্তর সমূহে ওয়েবসাইট না থাকার ব্যাখা চেয়েছে মাউশি
পাবনায় রাইস এজেন্সির মালিকের কাছে চাঁদা দাবি, আটক ২
২৮ জুলাই ঐকমত্য কমিশনের সংলাপের সময় অগ্নিকাণ্ডের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ‘ড্র’ ৩১ জুলাই
পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে : নাহিদ ইসলাম
১০