বগুড়ায় জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশীপের পদ্মা অঞ্চলের খেলা শুরু

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৭:৪৭

বগুড়া, ২৯ জুলাই ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে বগুড়ায় জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশীপের পদ্মা অঞ্চলের খেলা শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা। 

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, বাংলাদেশ ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সেক্রেটারি আমিনুল হক দেওয়ান সজলসহ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্যরা। 

উদ্বোধনী ম্যাচে সিরাগঞ্জ জেলা পুরুষ দলের বিপক্ষে বিশাল জয় পায় বগুড়া জেলা দল। নারীদের বিভাগে প্রথম ম্যাচে ওয়াক ওভার পেয়েছে বগুড়া। পদ্মা জোনে রাজশাহী বিভাগের ৮টি পুরুষ ও ৬টি নারী কাবাডি দল অংশ নিয়েছে। এই জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই।

এই চ্যাম্পিয়নশীপে দলগুলোকে আটটি জোনে বিভক্ত করা হয়েছে। প্রতিটি জোনে আটটি করে জেলা দল অংশ নিচ্ছে। পদ্মা জোনের পর পর্যায়ক্রমে অন্যান্য জোনাল প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশের গুরুত্বপূর্ণ নদীর নামে জোনগুলোর নামকরণ করা হয়েছে। জোনগুলো হচ্ছে : তিস্তা (রংপুর জেলা), ব্রক্ষ্মপুত্র (টাঙ্গাইল জেলা), কর্নফূলী (কুমিল্লা জেলা), রূপশা (যশোর জেলা), ধানসিড়ি (বরিশাল জেলা), সুরমা (সিলেট জেলা) ও মধুমতি (গোপালগঞ্জ জেলা)।

জোনাল পর্ব শেষে প্রতি জোনের চ্যাম্পিয়ন দল নিয়ে অনুষ্ঠিত হবে আন্ত:জেলা চ্যাম্পিয়নশীপ। আন্ত:জেলা প্রতিযোগিতার চার সেমিফাইনালিস্ট দলের সাথে সার্ভিসের দলগুলোকে নিয়ে ঢাকায় জাতীয় চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০