অ্যাশেজের মাঝামাঝি গোলাপি বলে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ইংল্যান্ড

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৭:৫৪

ঢাকা, ২৯ জুলাই ২০২৫ (বাসস) : আগামী ২১ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজ শুরু করবে ইংল্যান্ড ক্রিকেট দল। প্রথম ও দ্বিতীয় টেস্টের মাঝে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার’স একাদশের বিপক্ষে গোলাপি বলে দুই দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ইংল্যান্ড দল।

২৯ এবং ৩০ নভেম্বর ক্যানবেরার মানুকা ওভালে গোলাপি বলের প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফলে ৪ ডিসেম্বর থেকে ব্রিজবেনে শুরু হতে যাওয়া দিবা-রাত্রির টেস্টের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে ইংলিশরা। 

২০২২-২৩ মৌসুম পর্যন্ত সবসময় একদিনের ম্যাচ খেলত ইংল্যান্ড। এবারই প্রথমবারের মত দু’দিনের ম্যাচ খেলবে ইংলিশরা। 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, ‘আমি নির্বাচকদের সাথে দেখা করে প্রধানমন্ত্রী একাদশের দল চূড়ান্ত করার জন্য অপেক্ষা করছি। যারা শক্তিশালী ইংলিশ দলের বিপক্ষে নিজেদের সেরাটা উজার করে দিবে।’ 

আগামী অ্যাশেজ সিরিজ শুরুর আগেও একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ইংল্যান্ড। পার্থে প্রথম টেস্টের আগে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে জাতীয় দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্কবিষয়ক বৈঠক চলছে
ডাকসু, রাকসু ও জাকসু নির্বাচনের তফসিল ঘোষণায় প্রশাসনকে শিবিরের ধন্যবাদ
কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ ও পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি
ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেনের সমাপনী ও পুরস্কার বিতরণ
আগামী ৩ কার্যদিবসে দপ্তর সমূহে ওয়েবসাইট না থাকার ব্যাখা চেয়েছে মাউশি
পাবনায় রাইস এজেন্সির মালিকের কাছে চাঁদা দাবি, আটক ২
২৮ জুলাই ঐকমত্য কমিশনের সংলাপের সময় অগ্নিকাণ্ডের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ‘ড্র’ ৩১ জুলাই
পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে : নাহিদ ইসলাম
১০