মান্ধানাকে টপকে শীর্ষে ফিরলেন সিভার-ব্রান্ট

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৯:৩৮

ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : ভারতের স্মৃতি মান্ধানাকে সরিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে ফিরলেন ইংল্যান্ডের অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট। 

আজ নারী ক্রিকেটারদের ওয়ানডে র‌্যাংকিংয়ে হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ঘরের মাঠে ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৯৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সিভার-ব্রান্ট। ঐ ইনিংসের সুবাদে দুই ধাপ এগিয়ে ৭৩১ রেটিং নিয়ে তালিকার শীর্ষে উঠেছেন তিনি। এই নিয়ে তৃতীয়বার শীর্ষে উঠলেন সিভার-ব্রান্ট। 

ক্যারিয়ারে প্রথমবার ২০২৩ সালের জুলাইয়ে শীর্ষে উঠেছিলেন সিভার-ব্রান্ট। ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত শীর্ষে ছিলেন তিনি। এরপর ২০২৪ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয়বার চূড়ায় ছিলেন সিভার-ব্রান্ট।

ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৪৫ রানে থামেন স্মৃতি। এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন তিনি। শীর্ষে থাকা সিভার-ব্রান্টের সাথে রেটিং ব্যবধান মাত্র ৩। ৭২৮ রেটিং আছে স্মৃতির। 

এক ধাপ পিছিয়ে ৭২৫ রেটিং নিয়ে তিনে নেমে গেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার লরা উলভার্ট।

বোলারদের তালিকায় শীর্ষে আছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। অলরাউন্ডারদের তালিকায় সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০