মান্ধানাকে টপকে শীর্ষে ফিরলেন সিভার-ব্রান্ট

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৯:৩৮

ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : ভারতের স্মৃতি মান্ধানাকে সরিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে ফিরলেন ইংল্যান্ডের অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট। 

আজ নারী ক্রিকেটারদের ওয়ানডে র‌্যাংকিংয়ে হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ঘরের মাঠে ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৯৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সিভার-ব্রান্ট। ঐ ইনিংসের সুবাদে দুই ধাপ এগিয়ে ৭৩১ রেটিং নিয়ে তালিকার শীর্ষে উঠেছেন তিনি। এই নিয়ে তৃতীয়বার শীর্ষে উঠলেন সিভার-ব্রান্ট। 

ক্যারিয়ারে প্রথমবার ২০২৩ সালের জুলাইয়ে শীর্ষে উঠেছিলেন সিভার-ব্রান্ট। ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত শীর্ষে ছিলেন তিনি। এরপর ২০২৪ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয়বার চূড়ায় ছিলেন সিভার-ব্রান্ট।

ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৪৫ রানে থামেন স্মৃতি। এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন তিনি। শীর্ষে থাকা সিভার-ব্রান্টের সাথে রেটিং ব্যবধান মাত্র ৩। ৭২৮ রেটিং আছে স্মৃতির। 

এক ধাপ পিছিয়ে ৭২৫ রেটিং নিয়ে তিনে নেমে গেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার লরা উলভার্ট।

বোলারদের তালিকায় শীর্ষে আছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। অলরাউন্ডারদের তালিকায় সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্কবিষয়ক বৈঠক চলছে
ডাকসু, রাকসু ও জাকসু নির্বাচনের তফসিল ঘোষণায় প্রশাসনকে শিবিরের ধন্যবাদ
কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ ও পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি
ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেনের সমাপনী ও পুরস্কার বিতরণ
আগামী ৩ কার্যদিবসে দপ্তর সমূহে ওয়েবসাইট না থাকার ব্যাখা চেয়েছে মাউশি
পাবনায় রাইস এজেন্সির মালিকের কাছে চাঁদা দাবি, আটক ২
২৮ জুলাই ঐকমত্য কমিশনের সংলাপের সময় অগ্নিকাণ্ডের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ‘ড্র’ ৩১ জুলাই
পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে : নাহিদ ইসলাম
১০