ঢাকা, ৩১ জুলাই ২০২৫ (বাসস) : পেসার ম্যাট হেনরির বোলিং তোপে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনই ১৪৯ রানে অলআউট হয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। বল হাতে ৩৯ রানে ৬ উইকেট নেন হেনরি।
জবাবে দিন শেষে বিনা উইকেটে ৯২ রান করে নিউজিল্যান্ড। ১০ উইকেট হাতে নিয়ে ৫৭ রানে পিছিয়ে রয়েছে কিউইরা।
বুলাওয়েতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে ৩১ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। দুই ওপেনার ব্রায়ান বেনেটকে ৬ ও বেন কারানকে ১৩ রানে শিকার করেন হেনরি। তিন নম্বরে নামা নিক ওয়েলচকে ২৭ রানে বিদায় দেন তিনি।
মিডল অর্ডার ব্যাটার সিকান্দার রাজাকে ২ রানে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন হেনরি।
হেনরির পাশাপাশি জিম্বাবুয়ের উপর চাপ সৃষ্টি করেন আরেক পেসার ন্যাথান স্মিথ। মিডল অর্ডারে জিম্বাবুয়ের গুরুত্বপূর্ণ তিন উইকেট শিকার করেন তিনি। সিন উইলিয়ামসকে ২, অধিনায়ক ক্রেইগ আরভিনকে ৩৯ ও উইকেটরক্ষক টাফাদজোয়া সিগাকে ৩০ রানে বিদায় দেন স্মিথ। ষষ্ঠ উইকেটে আরভিন ও সিগা ৫৪ রানের জুটি গড়েন।
৬ রানের মধ্যে শেষ ৩ উইকেট হারিয়ে ১৪৯ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। এসময় নিউম্যান নিয়ামহুরিকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মত ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন হেনরি। ১৫.৩ ওভার বল করে ৩৯ রানে ৬ উইকেট নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করেন হেনরি। ২০ রানে ৩ উইকেট নেন স্মিথ।
জবাবে নিউজিল্যান্ডকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার উইল ইয়ং ও ডেভন কনওয়ে। ২৬ ওভারে ৯২ রান তুলে দিন শেষ করেন দু’জনে। কনওয়ে ৫১ ও ইয়ং ৪১ রানে অপরাজিত থাকেন।