হেনরির বোলিং তোপে প্রথম দিনই অলআউট জিম্বাবুয়ে

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৬:২৮

ঢাকা, ৩১ জুলাই ২০২৫ (বাসস) : পেসার ম্যাট হেনরির বোলিং তোপে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনই ১৪৯ রানে অলআউট হয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। বল হাতে ৩৯ রানে ৬ উইকেট নেন হেনরি। 

জবাবে দিন শেষে বিনা উইকেটে ৯২ রান করে নিউজিল্যান্ড। ১০ উইকেট হাতে নিয়ে ৫৭ রানে পিছিয়ে রয়েছে কিউইরা। 

বুলাওয়েতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে ৩১ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। দুই ওপেনার ব্রায়ান বেনেটকে ৬ ও বেন কারানকে ১৩ রানে শিকার করেন হেনরি। তিন নম্বরে নামা নিক ওয়েলচকে ২৭ রানে বিদায় দেন তিনি। 

মিডল অর্ডার ব্যাটার সিকান্দার রাজাকে ২ রানে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন হেনরি। 

হেনরির পাশাপাশি জিম্বাবুয়ের উপর চাপ সৃষ্টি করেন আরেক পেসার ন্যাথান স্মিথ। মিডল অর্ডারে জিম্বাবুয়ের গুরুত্বপূর্ণ তিন উইকেট শিকার করেন তিনি। সিন উইলিয়ামসকে ২, অধিনায়ক ক্রেইগ আরভিনকে ৩৯ ও উইকেটরক্ষক টাফাদজোয়া সিগাকে ৩০ রানে বিদায় দেন স্মিথ। ষষ্ঠ উইকেটে আরভিন ও সিগা ৫৪ রানের জুটি গড়েন। 

৬ রানের মধ্যে শেষ ৩ উইকেট হারিয়ে ১৪৯ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। এসময় নিউম্যান নিয়ামহুরিকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মত ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন হেনরি। ১৫.৩ ওভার বল করে ৩৯ রানে ৬ উইকেট নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করেন হেনরি। ২০ রানে ৩ উইকেট নেন স্মিথ।

জবাবে নিউজিল্যান্ডকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার উইল ইয়ং ও ডেভন কনওয়ে। ২৬ ওভারে ৯২ রান তুলে দিন শেষ করেন দু’জনে। কনওয়ে ৫১ ও ইয়ং ৪১ রানে অপরাজিত থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০