নিষেধাজ্ঞা শেষে ও অবসর ভেঙে জিম্বাবুয়ে দলে ফিরলেন টেইলর

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৬:৪৫

ঢাকা, ৩১ জুলাই ২০২৫ (বাসস) : সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা শেষে ও অবসর ভেঙে জিম্বাবুয়ে ক্রিকেট দলে ফিরলেন সাবেক অধিনায়ক ও ব্যাটার ব্রেন্ডন টেইলর।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য জিম্বাবুয়ের দলে রাখা হয়েছে টেইলরকে। বুলাওয়েতে আগামী ৭ আগস্ট থেকে শুরু হবে সিরিজের শেষ টেস্ট।

২০২১ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান টেইলর। এরপর ২০২২ সালের জানুয়ারিতে আইসিসি দুর্নীতি দমন আইন ও ডোপিং নিয়ম ভঙ্গ করার কারণে নিষিদ্ধ হন তিনি। 

জুয়াড়ির কাছ থেকে পাওয়া দুর্নীতির প্রস্তাব আইসিসিকে জানাতে দেরি করায় নিষেধাজ্ঞার কবলে পড়তে হয় টেইলরকে। আইসিসি জানায়, জুয়াড়ির কাছ থেকে ১৫ হাজার মার্কিন ডলার, একটি ফোন ও কিছু নতুন পোশাক নিয়েছিলেন তিনি। সেই সাথে কোকেন সেবনের কারণে ডোপ টেস্টেও ধরা পড়েন এই ডান-হাতি ব্যাটার।

এজন্য সব ধরণের ক্রিকেটে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ হন টেইলর। এ মাসের ২৫ জুলাই টেইলরের আইসিসির দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে।

এখন পুনরায় ক্রিকেটে ফিরতে কোন বাঁধা নেই তার। এজন্য নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের দলে সুযোগ পেয়েছেন টেইলর।

দীর্ঘ দিন পর দলে ফেরা নিয়ে টেইলর বলেন, ‘আমি ভেবেছিলাম সবকিছু শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমি আবারও দলে ফিরতে পেরেছি। আবারও দলে ফিরেছি, এটি বুঝতে আমার নিজেকে চিমটি দিতে হবে। প্রতিটি মুহূর্তকে আলিঙ্গন করেছি। এটি সত্যিই একটি চমৎকার অনুভূতি।’

তিনি আরও বলেন, ‘আবারও ক্রিকেটে ফিরতে প্রচুর পরিশ্রম করেছি। ফিটনেস থেকে শুরু করে টেকনিক্যাল, সব দিক দিয়ে নিজেকে ফিট করেছি।’

টেইলর ৩৪ টেস্টে ২৩২০ রান, ২০৫ ওয়ানডেতে ৬৬৮৪ রান ও ৪৫ টি-টোয়েন্টিতে ৯৩৪ রান করেছেন। টেস্টে ৬টি ও ওয়ানডেতে ১১টি সেঞ্চুরি রয়েছে। টেস্টে ছয় সেঞ্চুরির পাঁচটি করেছেন বাংলাদেশের বিপক্ষে। 

জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসে তিন ফরম্যাট মিলিয়ে ২৮৪ ম্যাচে তৃতীয় সর্বোচ্চ ৯৯৩৮ রান সংগ্রাহক টেইলর। এই তালিকায় ১১,৫৮০ রান নিয়ে সবার উপরে আছেন ২৭৬ ম্যাচ খেলা অ্যান্ডি ফ্লাওয়ার। দ্বিতীয় স্থান আছেন গ্র্যান্ট ফ্লাওয়ার। ২৮৮ ম্যাচে ১০,০২৮ রান করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০