এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের খেলার সম্ভাবনা নিয়ে আশাবাদী খালেদ

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ২০:১৮

ঢাকা, ৩১ জুলাই ২০২৫ (বাসস) : বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলার মত দল বলে মনে করেন পেসার সৈয়দ খালেদ আহমেদ। ২০২২ সালের টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল টাইগাররা। 

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এ বছর এশিয়া কাপ ২০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হবে। ২০১৬ ও ২০২২ সালের পর তৃতীয়বারের মত টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ খেলতে নামবে দলগুলো। 

২০১৬ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত এশিয়া কাপে রানার্সআপ হলেও, ২০২২ সালে সুপার চারে যেতে পারেনি বাংলাদেশ। ঐ আসরটি সংযুক্ত আরব আমিরাত হয়েছিল। 

আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের খালেদ বলেন, ‘আমরা এশিয়া কাপের ফাইনাল খেলার মতো একটি দল। আমরা যে গ্রুপে আছি সেখান থেকে দুই-তিনটি ম্যাচ জিততে পারলেই ফাইনালে যেতে পারব।’

টি-টোয়েন্টি ফরম্যাটে নিয়মিত নন খালেদ। সম্প্রতি টি-টোয়েন্টিতে টাইগারদের সাফল্য আত্মবিশ্বাস দিচ্ছে এই পেসারকে। শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে টানা দু’টি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। 

১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলংকা এবং ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। 

বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, এশিয়া কাপের জন্য আগামী ৫ আগস্ট থেকে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে। 

ভারত সিরিজ স্থগিত হওয়ায় আগস্টে আন্তর্জাতিক অঙ্গনে কোন খেলা নেই বাংলাদেশের। তাই আগামী মাসে নেপাল এবং নেদারল্যান্ডসের সাথে দ্বিপাক্ষিক সিরিজ বা ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০