ঢাকা, ৩১ জুলাই ২০২৫ (বাসস) : বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলার মত দল বলে মনে করেন পেসার সৈয়দ খালেদ আহমেদ। ২০২২ সালের টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল টাইগাররা।
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এ বছর এশিয়া কাপ ২০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হবে। ২০১৬ ও ২০২২ সালের পর তৃতীয়বারের মত টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ খেলতে নামবে দলগুলো।
২০১৬ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত এশিয়া কাপে রানার্সআপ হলেও, ২০২২ সালে সুপার চারে যেতে পারেনি বাংলাদেশ। ঐ আসরটি সংযুক্ত আরব আমিরাত হয়েছিল।
আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের খালেদ বলেন, ‘আমরা এশিয়া কাপের ফাইনাল খেলার মতো একটি দল। আমরা যে গ্রুপে আছি সেখান থেকে দুই-তিনটি ম্যাচ জিততে পারলেই ফাইনালে যেতে পারব।’
টি-টোয়েন্টি ফরম্যাটে নিয়মিত নন খালেদ। সম্প্রতি টি-টোয়েন্টিতে টাইগারদের সাফল্য আত্মবিশ্বাস দিচ্ছে এই পেসারকে। শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে টানা দু’টি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলংকা এবং ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, এশিয়া কাপের জন্য আগামী ৫ আগস্ট থেকে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে।
ভারত সিরিজ স্থগিত হওয়ায় আগস্টে আন্তর্জাতিক অঙ্গনে কোন খেলা নেই বাংলাদেশের। তাই আগামী মাসে নেপাল এবং নেদারল্যান্ডসের সাথে দ্বিপাক্ষিক সিরিজ বা ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি।