ঢাকা, ১ আগস্ট ২০২৫ (বাসস) : নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে চাপে স্বাগতিক জিম্বাবুয়ে। ৭ উইকেট হাতে নিয়ে ১১৯ রানে পিছিয়ে তারা।
প্রথম ইনিংসের জিম্বাবুয়ের ১৪৯ রানের জবাবে ৩০৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। এতে প্রথম ইনিংস থেকে ১৫৮ রানের লিড পায় কিউইরা। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ২ উইকেটে ৩১ রান করেছে জিম্বাবুয়ে।
বুলাওয়েতে প্রথম দিন জিম্বাবুয়ে গুটিয়ে যাবার পর দিন শেষে বিনা উইকেটে ৯২ রান করেছিল নিউজিল্যান্ড। দুই ওপেনার উইল ইয়ং ৪১ ও ডেভন কনওয়ে ৫১ রানে অপরাজিত ছিলেন।
কোন রান যোগ না করে ৪১ রানে থামেন ইয়ং। দ্বিতীয় উইকেটে হেনরি নিকোলসকে নিয়ে ৬৬ রানের জুটি গড়েন কনওয়ে। নিকোলস ৩৪ রানে থামলেও ১২তম হাফ-সেঞ্চুরি তুলে নেন কনওয়ে।
সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৮৮ রানে আউট হন ১৭০ বল খেলে ১২টি চার মারা কনওয়ে। তিনি।
দলীয় ১৭৭ রানে কনওয়ে ফেরার পর নিউজিল্যান্ডের রানের চাকা ঘুড়িয়েছেন ড্যারিল মিচেল। অষ্টম উইকেটে নাথান স্মিথের সাথে ৬১ রানের জুটি গড়েন তিনি। এই জুটিতে টেস্টে ১৫তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মিচেল। ইনিংসের শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৫ চার ও ১ ছক্কায় ৮০ রানের করেন তিনি। ৩০৭ রানে শেষ হয় নিউজিল্যান্ড ইনিংস।
জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ৩ এবং তানাকা চিভাঙ্গা ২ উইকেট নেন।
১৫৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বিপদে পড়ে জিম্বাবুয়ে। দুই ওপেনার ব্রায়ান বেনেট ১৮ ও বেন কারান ১১ রানে আউট হন। নিক ওয়েলচ ২ ও ভিনস্টেন মাসেকেসা শূন্য রানে দিন শেষ করেন।