ঢাকা, ১ আগস্ট ২০২৫ (বাসস) : রাঙ্গামাটি জেলা প্রশাসনের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে এডিসি শিক্ষা ও আইসিটি দলকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এডিসি জেনারেল দল।
শিরোপা নির্ধারণী ম্যাচে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইমরানুল হক ভূঁইয়া, সহকারী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক।
টুর্নামেন্টে মোট ৫টি দল অংশ নেয়।