সিরাজ-কৃষ্ণার বোলিংয়ে লড়াইয়ে ফিরল ভারত

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৭:১৫

ঢাকা, ২ আগস্ট ২০২৫ (বাসস) : দুই পেসার মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণার বোলিং নৈপুন্যে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে লড়াইয়ে ফিরল সফরকারী ভারত। 

ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে ২২৪ রানে অলআউট হয় ভারত। এরপর ইংল্যান্ডকে বড় লিড পেতে দেননি সিরাজ ও কৃষ্ণা। দারুণ বোলিংয়ে ইংল্যান্ডকে ২৪৭ রানে আটকে রাখেন তারা। ২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৭৫ রান করেছে ভারত। ৮ উইকেট হাতে নিয়ে ৫২ রানে এগিয়ে টিম ইন্ডিয়া।

টেস্টের দ্বিতীয় দিন ১৫ উইকেট পতন হয়। 

দ্য ওভালে প্রথম দিন শেষে ৬ উইকেটে ২০৪ রান করেছিল ভারত। বাকী ৪ উইকেটে ২০ রান যোগ করে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। 

৫১ রান নিয়ে দ্বিতীয় দিন খেলতে নেমে ৫৭ রানে ফিরেন করুন নায়ার। ১৯ রান নিয়ে শুরু করে ২৬ রানে আউট হন ওয়াশিংটন সুন্দর। 

বল হাতে ইংল্যান্ডের হয়ে গাস অ্যাটকিনসন ৫টি ও জশ টাং ৩ উইকেট নেন। ১৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে চতুর্থবার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন অ্যাটকিনসন।

এরপর নিজেদের প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ঝড়ো শুরু এনে দেন দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ৭৮ বলে ৯২ রান যোগ করেন তারা।

৫টি চার ও ২টি ছক্কায় ৩৮ বলে ৪৩ রান করা ডাকেটকে ফিরিয়ে ভারতকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন পেসার আকাশ দীপ। হাফ-সেঞ্চুরির স্বাদ নেওয়া ক্রলিকে বিদায় দেন কৃষ্ণা। 

ইংল্যান্ডের মিডল-অর্ডারে ৩ উইকেট তুলে নিয়ে ভারতকে ম্যাচে ফেরার পথ দেখান সিরাজ। ভারপ্রাপ্ত অধিনায়ক ওলি পোপকে ২২, জো রুটকে ২৯ ও জ্যাকব বেথেলকে ৬ রানে শিকার করেন সিরাজ। এতে ১৯৫ রানে পঞ্চম উইকেট হারায় ইংল্যান্ড। 

এরপর লোয়ার-অর্ডারে ৩ উইকেট শিকার করে ইংল্যান্ডের বড় লিডের সুযোগ নসাৎ করে দেন কৃষ্ণা। উইকেটরক্ষক জেমি স্মিথকে ৮, জেমি ওভারটন শূন্য অ্যাটকিনসনকে ১১ রানে বিদায় নেন কৃষ্ণা। 

তবে এক প্রান্ত আগলে ৫৩ রানের ইনিংসে ইংল্যান্ডকে ২৩ রানের লিড এনে দেন হ্যারি ব্রুক। দলীঢ ২৪৭ রানে শেষ ব্যাটার হিসেবে সিরাজের শিকার হন তিনি। তার ৬৪ বলের ইনিংসে ৫ চার ও ১ ছক্কা ছিল। সিরাজ ও কৃষ্ণা সমান ৪টি করে উইকেট নেন। 

দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুল ৭ ও সাই সুদর্শন ১১ রানে আউট হলেও, মারমুখী ব্যাটিংয়ে হাফ-সেঞ্চুরি তুলে নেন ওপেনার যশ্বসী জয়সওয়াল। ৭ চার ও ২ ছক্কায় ৪৯ বলে ৫১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন ক্যাচ দিয়ে দু’বার জীবন পাওয়া জয়সওয়াল। তার সাথে ৪ রানে অপরাজিত আছেন নাইটওয়াচম্যান আকাশ দীপ। 

ইংল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন অ্যাটকিনসন ও টাং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কোচিং ক্যারিয়ার নিয়ে আগ্রহ দেখিয়েছেন ক্রিকেটাররা
ভোলায় ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ 
যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাস বাংলাদেশের পোশাক শিল্পের জন্য ‘বড় স্বস্তির’ খবর : বিজিএমইএ সভাপতি
পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতায় মাস্টার্সের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
‘কাস্টমস এবং ভ্যাট সংশ্লিষ্ট আইন ও বিধির প্রায়োগিক দিক’ শীর্ষক কর্মশালা 
নীলফামারীতে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক সমাবেশ 
শাহবাগে জুলাই যোদ্ধাদের পক্ষে-বিপক্ষে মারামারিতে দেশের মানুষ ব্যথিত হয়েছে : এ্যানি
উত্তরায় সেদিন বেধড়ক মারধর করা হয় ছাত্রীদের 
রাজধানীতে ডাকাতির ঘটনায় ৮ জন গ্রেফতার 
গোপালগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত 
১০