ঢাকা, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : নাপোলি থেকে রেকর্ড ৭৫ মিলিয়ন ইউরোতে টার্কিশ ক্লাব গ্যালাতাসারেতে যোগ দিয়েছেন নাইজেরিয়ান তারকা স্ট্রাইকার ভিক্টর ওশিমেন। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
নাইজেরিয়ান জাতীয় দলের এই তারকা গত বছর ধারে গ্যালাতাসারেতে খেলেছেন। টার্কিশ ক্লাবটির হয়ে ৩০ ম্যাচে তিনি গোল করেছেন ২৬টি। লিগে ওশিমেন ছিলেন সর্বোচ্চ গোলদাতা। ওশিমেনের নৈপুন্যে সুপার লিগ চ্যাম্পিয়নরা লিগে ২৫তম শিরোপা জয় করে।
রেকর্ড অর্থে ওশিমেনের সাথে চার বছরের চুক্তি করেছে গ্যালাতাসারে। এর আগে গত বছর পাঁচ বছরের জন্য ২০ মিলিয়ন ইউরোতে সেভিয়া থেকে ইউসেফ এন-নেসরিকে দলে নিয়েছিল ফেনারবাখ। যা এতদিন পর্যন্ত তুরষ্কে রেকর্ড পরিমান চুক্তি ছিল।
এক বিবৃতিতে এ সম্পর্কে গ্যালাতাসারে থেকে বলা হয়েছে, ‘খেলোয়াড়টির সাথে চার বছরের চুক্তিতে স্বাক্ষর করা হয়েছে যা ২০২৫-২৬ মৌসুম থেকে শুরু হবে।’
প্রতি মৌসুমে ওশিমেনের বেতন দাঁড়াবে ১৫.০ মিলিয়ন ইউরো। এছাড়া ২৬ বছর বয়সী এই স্ট্রাইকারের বেতনের সাথে প্রতি মৌসুমে ১ মিলিয়ন বোনাসের সাথে ৫ মিলিয়ন ইমেজ স্বত্ব যোগ হবে। নাপোলির পক্ষ থেকেও চুক্তির এই শর্তগুলো নিশ্চিত করা হয়েছে।
২০২৩ সালে সিরি-এ জয়ী নাপোলি দলের সদস্য ছিলেন ওশিমেন। নাপোলি ছাড়ার পর বেশ কিছু ইউরোপীয়ান শীর্ষ ক্লাবের সাথে তার যোগাযোগের গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তিনি গ্যালাতাসারেকে বেছে নেন।
এর আগে লিলি ও উল্ফসবার্গের হয়েও খেলেছেন ওশিমেন। নাইজেরিয়া জাতীয় দলের জার্সিতে ৪০ ম্যাচে করেছেন ২৬ গোল।