এশিয়া কাপের আগে বাংলাদেশ ‘এ’ দলের উপর নজর বিসিবির

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৮:৪৯

ঢাকা, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ ‘এ’ দলের উপর বিশেষ নজরে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ ‘এ’ দলের পারফরমেন্স সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি এশিয়া কাপের জন্য ঘোষিত দলে বড় প্রভাব ফেলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। 

আজ ফাহিম বলেন, ‘এখানে এমন খেলোয়াড় আছেন যারা এশিয়া কাপে খেলতে পারেন। তবে পুরো বিষয়টি নির্বাচকদের উপর নির্ভর করছে। আমি নিশ্চিত নই তবে এক বা দু’টি নাম এশিয়া কাপের দলে থাকতে পারে।’

ফাহিম জানান, ভবিষ্যতের জন্য খেলোয়াড়দের খুঁজে বের করতে হাই পারফরমেন্স ক্যাম্পের উপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে। 

তিনি বলেন, ‘আমরা ভবিষ্যত খেলোয়াড়দের দিকে তাকিয়ে আছি। আশা করি, এখান থেকে আমরা এমন কিছু খেলোয়াড় পাব যারা বর্তমানে জাতীয় দলে থাকা খেলোয়াড়দের জায়গায় খেলার সুযোগ পেতে পারে এবং জাতীয় দলকে আরও বেশি শক্তিশালী করে তুলবে।’

ফাহিমের মতে, যেকোন টুর্নামেন্টের জন্য নির্বাচকরা একটি মূল দল পরিকল্পনায় রাখলেও, দুর্দান্ত পারফরমেন্সের কারণে যেকেউ শেষ মুহূর্তে দলে সুযোগ পেতে পারেন। 

আগামী ১৪ আগস্ট থেকে অস্ট্রেলিয়ায় তিন দলের সাথে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ঐ সিরিজে অন্য তিন দল হল- অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের একটি দল, নেপাল জাতীয় দল ও পাকিস্তান ‘এ’ দল। 

অভিজ্ঞ ক্রিকেট সংগঠক এবং কোচ ফাহিম বলেন, ‘যেকোন দুর্দান্ত পারফরমেন্স সহজে নজরে পড়ে না। নির্বাচকরা অবশ্যই এটি লক্ষ্য করবেন। এই মুহূর্তে, তাদের অবশ্যই মনে আছে, এশিয়া কাপের জন্য জাতীয় দল কেমন হবে।’

তিনি আরও বলেন, ‘যদি কেউ বিবেচনাধীন থাকে, তাহলে সেটা তাদের চিন্তা-ভাবনার মধ্যে আছে। কোন কিছু উড়িয়ে দেওয়ার উপায় নেই। এই মুহূর্তে কেউ যদি ‘এ’ দলের টুর্নামেন্টে ভাল পারফর্ম করে তাহলে স্বাভাবিকভাবে তাদের আগ্রহ থাকবে।’

এশিয়া কাপে গ্রুপ ‘বি’-তে হংকং, শ্রীলংকা ও আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে, ১৩ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। 

গ্রুপ পর্বে শীর্ষ দুইয়ের মধ্যে থাকলেই সুপার ফোরে খেলবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিরে দেখা জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪, ২ আগস্ট : সিলেটে গণমিছিলে পুলিশের হামলা, ছাত্র-জনতার প্রতিরোধ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া সমাপ্ত, প্রতিরক্ষা সম্পর্ক জোরদার হবে
চাঁদপুরে তিনজন জুলাই রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান
ফেনীতে রেমিট্যান্স যোদ্ধা দিবসে সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, আক্রান্ত ২০৯
করোনায় আরও ২ জন আক্রান্ত
গণঅভ্যুত্থানের গ্রাফিতি অঙ্কিত রিকশা র‌্যালি আগামীকাল
অন্যায়ের সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তুলতে হবে : শারমীন মুরশিদ
সাম্প্রতিক দুর্ঘটনায় নিহত মাইলস্টোনের শিক্ষার্থীদের প্রতি বিমানবাহিনীর শ্রদ্ধা
গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের পথকে দীর্ঘায়িত করলে মানুষ আবার জেগে উঠবে : মঈন খান
১০