বায়ার্ন মিউনিখ থেকে ধারে পালহিনহাকে দলে নিল টটেনহ্যাম

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৭:০১

ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : মধ্যমাঠ শক্তিশালী করার রক্ষ্যে বায়ার্ন মিউনিখ থেকে ধারে পর্তুগীজ আন্তর্জাতিক মিডফিল্ডার হুয়াও পালহিনহাকে দলে নিয়েছে টটেনহ্যাম। চুক্তির শর্তানুযায়ী স্থায়ী ভিত্তিতে তাকে পরবর্তীতে দলে নেবার শর্তও রয়েছে।

ডিফেন্সিফ এই মিডফিল্ডার ফুলহ্যাম থেকে বায়ার্নে এক বছর কাটানোর পর আবারো লন্ডনে ফিরে এলেন। বায়ার্নে তার সময়টা মোটেই ভাল কাটেনি। বায়ার্নের সাথে পালহিনহার চুক্তির মেয়াদ এখনো তিন বছর বাকি রয়েছে। 

বায়ার্ন ও টটেনহ্যাম উভয় ক্লাবই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। 

টটেনহ্যামে রডরিগো বেনটানকার ও ইউভেস বিসুমার মতই একই ধরনের ডিফেন্সিফ মিডফিল্ডার হিসেবে যোগ দিলেন পালহিনহা। 

বায়ার্নে পালহিনহাকে নিয়ে প্রত্যাশার মাত্রাটা বেশ উচ্চ ছিল। কিন্তু পর্তুগীজ এই মিডফিল্ডারকে সদ্য সম্যাপ্ত ক্লাব বিশ্বকাপে বেশীরভাগ ম্যাচেই বদলী বেঞ্চে কাটাতে হয়েছে। অথচ ২০২৩ সালে ট্রান্সফার মার্কেটে বেশ চড়াই উৎরাই পেরিয়ে পালহিনহাকে দলে নিতে হয়েছিল বায়ার্নকে। ঐ সময় কোচ থমাস টাচেল বায়ার্নের মধ্যমাঠকে শক্তিশালী করার লক্ষ্যস্থির করেছিলেন। ফুলহ্যামের সাথে শেষ মুহূর্তে চুক্তি বাতিল করে বায়ার্নে মেডিকেল করতে এসেছিলেন পালহিনহা। 

৫০ মিলিয়ন ইউরোতে শেষ পর্যন্ত পালহিনহা যখন বায়ার্নে যোগ দেন ঐ সময় জার্মান জায়ান্ট দলে নতুন কোচ হিসেবে ভিনসেন্ট কোম্পানী যোগ দিয়েছেন। যদিও ইনজুরি ও অসুস্থতার কারনে বায়ার্নে প্রথম বছরটা মোটেই ভাল কাটেনি পালহিনহার। কিন্তু তিনি ফিট থাকলেও কোম্পানী প্রায়শই তার পরিবর্তে তরুন আলেক্সান্দার পাভলোভিচের উপর মধ্যমাঠে আস্থা রেখেছিলেন। 

সব ধরনের প্রতিযোগিতায় পালহিনহা মাত্র ২৫ ম্যাচের মধ্যে ১০টিতে মূল দলে সুযোগ পেয়েছিলেন। ক্লাব বিশ্বকাপে বায়ার্নের পাঁচ ম্যাচের একটিতেও খেলার সুযোগ পাননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকারি খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে ‘এসএবিআরই+’ চালু করেছে অর্থ বিভাগ 
চট্টগ্রামে বাসের ধাক্কায় এলডিপি নেতা নিহত
শিক্ষা উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সাক্ষীর জবানবন্দি: দুই সন্তানের কাছে অন্ধ মা হয়ে গেছি
নোয়াখালীতে বৃষ্টির মতো গুলি ঝরেছিল আন্দোলনকারীদের উপর  
ছাত্রজনতার ‘অসহযোগে’ উত্তাল ছিল ময়মনসিংহ
জুলাই মাসে রপ্তানি আয় ২৫ শতাংশ প্রবৃদ্ধি
সিলেটে ২১ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
আমার শহরে জুলাই অভ্যুত্থান / আওয়ামী বাহিনীকে হটিয়ে কুমিল্লার আলেখার চর এলাকায় ছাত্র-জনতার উল্লাস
স্টিভ উইটকফের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ’ আলোচনার অপেক্ষায় ক্রেমলিন
১০