ঢাকা, ৪ আগস্ট ২০২৫ (বাসস) : সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে নাটকীয় জয়ে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করল সফরকারী ভারত।
আজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ভারত ৬ রানে হারিয়েছে ইংল্যান্ডকে। নিজেদের টেস্ট ইতিহাসে রান বিবেচনায় এটি সবচেয়ে কম ব্যবধানে জয় টিম ইন্ডিয়ার।
সিরিজের প্রথম ও তৃতীয় টেস্টে ইংল্যান্ড যথাক্রমে ৫ উইকেটে ও ২২ রানে এবং দ্বিতীয় ম্যাচ ভারত ৩৩৬ রানে জিতেছিল। চতুর্থ টেস্ট ড্র হয়। শেষ টেস্টে রোমাঞ্চকর জয়ে ইংল্যান্ডের কাছে সিরিজ হার এড়ায় শুভমান গিলের দল। এনিয়ে তৃতীয়বার ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ সমতায় শেষ করল ভারত। এর আগে ২০০২ ও ২০২১ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ ড্র করেছিল টিম ইন্ডিয়া।
দ্য ওভালে চতুর্থ দিন শেষে ম্যাচ জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান। ভারতের দরকার ছিল ৪ উইকেট। ভারতের ছুঁড়ে দেওয়া ৩৭৪ রানের টার্গেটে ৬ উইকেটে ৩৩৯ রান করেছিল ইংল্যান্ড।
পঞ্চম ও শেষ দিনের প্রথম দুই বলে ভারত পেসার প্রসিদ্ধ কৃষ্ণার বলে চার মারেন জেমি ওভারটন। পরের ওভারের তৃতীয় বলে জেমি স্মিথকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেন আরেক পেসার মোহাম্মদ সিরাজ। স্মিথকে ২ রানে থামিয়ে ভারতকে দিনের প্রথম সাফল্য এনে দেন সিরাজ।
এক ওভার পর আবারও উইকেট শিকারে মাতেন সিরাজ। ৯ রান করা ওভারটনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।
সিরাজের জোড়া আঘাতের পর ইংল্যান্ডের নবম উইকেটের পতন ঘটান কৃষ্ণা। দশ নম্বরে নামা জশ টাংকে বোল্ড করেন তিনি। ৩৫৭ রানে নবম উইকেট হারায় ইংল্যান্ড।
শেষ ব্যাটার হিসেবে ক্রিজে আসেন টেস্টের প্রথম দিন বাঁ-কাঁধের ইনজুরিতে পড়া ক্রিস ওকস। দলে প্রয়োজনে এক হাত নিয়ে ওকস ব্যাট করবেন বলে দিনের শুরুতে এক বিবৃতিতে জানিয়েছিল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ওকসকে স্ট্রাইক না দিয়ে দলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন গাস অ্যাটকিনসন। সিরাজকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি সীমানায় ক্যাচ আউট থেকে রক্ষাও পান তিনি। লং অনে থাকা আকাশ দীপের হাত ফসকে বল সীমানার বাইরে পড়লে ছয় রান পান অ্যাটকিনসন।
কিন্তু ৮৬তম ওভারের প্রথম বলে সিরাজের ইয়র্কার ডেলিভারিতে বোল্ড হন অ্যাটকিনসন। ১৭ রান করেন তিনি। ইংল্যান্ড থামে ৩৬৭ রানে। শেষ দিন ৫৪ মিনিটে ম্যাচের নিষ্পত্তি হয়।
টেস্টের দুই ইনিংসে ভারত ২২৪ ও ৩৯৬ রান করে। প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ২৪৭ রান।
১০৬ রানে ৫ উইকেট নেন সিরাজ। ৪১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে পঞ্চমবারের মত ইনিংসে ৫ উইকেট নিলেন এই ডান-হাতি পেসার। প্রথম ইনিংসে ৮৬ রানে ৪ উইকেট শিকার করা সিরাজই হয়েছেন ম্যাচ সেরা।
যৌথভাবে সিরিজ সেরা খেলোয়াড় হন ভারতের অধিনায়ক শুভমান গিল ও ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ব্যাট হাতে গিল ৭৫৪ ও ব্রুক ৪৮১ রান করেন।
এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল। টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসরে প্রথম সিরিজ ছিল ভারত ও ইংল্যান্ডের। ৫ ম্যাচ শেষে ভারতের সংগ্রহ ৪৬.৬৭ শতাংশ পয়েন্ট। ইংল্যান্ডের সংগ্রহে আছে ৪৩.৩৩ শতাংশ পয়েন্ট। পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে ভারত ও চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড।
৩ ম্যাচ শেষ ১’শ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ২ ম্যাচ শেষে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে শ্রীলংকা। ২ ম্যাচে ১৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে বাংলাদেশ। এই চক্রে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে হেরেছিল টাইগাররা।