এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা বিসিবির

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ২০:১১

ঢাকা, ৪ আগস্ট ২০২৫ (বাসস) : সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আজ ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি জানিয়েছে, আগামী ৬ আগস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্পের জন্য খেলোয়াড়দের রিপোর্ট করতে হবে। ১৫ আগস্ট থেকে স্কিল অনুশীলন শুরু হবে। এরপর ২০ আগস্ট ক্যাম্পটি সিলেটে স্থানান্তরিত হবে।

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের।

এখনও ঐ সিরিজের সূচী ঘোষণা করেনি বিসিবি। তবে তিন ম্যাচের সিরিজটি ২৬ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। সব ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। 

চলতি মাসে ভারতের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ হবার কথা ছিল। কিন্তু এক বছরের জন্য ভারতের বাংলাদেশ সফর স্থগিত করা হয়। এজন্য এশিয়া কাপের প্রস্তুতির জন্য ডাচদের বিপক্ষে সিরিজ খেলার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের।

টি-টোয়েন্টি দ্বিপাক্ষিক সিরিজের জন্য এটি হবে নেদারল্যান্ডসের প্রথম বাংলাদেশ সফর।

এশিয়া কাপের প্রাথমিক টি-টোয়েন্টি দল : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাইম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, মাহেদি হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০