অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সোহান

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ২০:১৪

ঢাকা, ৪ আগস্ট ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিতব্য টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৪ সালে প্রথমবারের মত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিল বাংলাদেশ। এবার দলকে নেতৃত্ব দিবেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। দলে আরও আছেন নাইম শেখ, সাইফ হাসান, নাঈম হাসানসহ আরও কিছু প্রতিভাবান ক্রিকেটার। 

বিসিবি জানিয়েছে, আগামী ৭ আগস্ট সন্ধ্যায় ঢাকা ছাড়বে দল। 

সিরিজের সূচি অনুযায়ী, ৯ আগস্ট ডারউইনে পৌঁছাবে বাংলাদেশ ‘এ’ দল। এরপর  চার দিন অনুশীলনের সুযোগ পাবে তারা। 

১৪ আগস্ট পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। 

১৬ আগস্ট নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের ও ১৭ আগস্ট বিগ ব্যাশের দল পার্থ স্কোরচার্সের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। পরপর দু’দিন ম্যাচ খেলার পর একদিন বিরতি পাবে তারা। 

এরপর ১৯ আগস্ট নর্দান টেরিটরি স্ট্রাইক, ২১ আগস্ট মেলবোর্ন স্টার্স এবং ২৩ আগস্ট এডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। 

২৪ আগস্ট সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 

এরপর ২৮ থেকে ৩১ আগস্ট পর্যন্ত দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে চারদিনের একটি ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। 

বাংলাদেশ ‘এ’ দল : নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম অংকন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০