সিনসিনাতি মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিলেন জকোভিচ

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৩:৫৭

ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : এ সপ্তাহেই শুরু হতে যাওয়া এটিপি সিনসিনাতি মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন নোভাক জকোভিচ। টুর্নামেন্ট কমিটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

উইম্বলডনের সেমিফাইনালে ইয়ানিক সিনারের কাছে পরাজিত হবার পর এখনো পর্যন্ত কোন ম্যাচ খেলেননি ৩৮ বছর বয়সী এই সার্বিয়ান তারকা। তিন সপ্তাহের মধ্যে শুরু হতে যাচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন। তার আগে কোন ম্যাচ খেলারও আর সম্ভাবনা নেই বললেই চলে। 

এদিকে বিশ্রামের কারনে জকোভিচ ও কার্লোস আলকারাজের মতই বর্তমানে অনুষ্ঠিত এটিপি টরেন্টো মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় সিনার। উইম্বলডনের পর নিজেকে আবারো সতেজভাবে ফিরিয়ে আনার লক্ষ্যেই টরেন্টোতে খেলছেন না সিনার। তবে সিনসিনাতিতে তাকে দেখা যাবে। 

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনার ও তার দল গলফ কোর্সে একটি সেলফি পোস্ট করেন। গতকাল থেকে প্রাক-ইউএস ওপেনের প্রথম অনুশীলন সেশনে যোগ দিয়েছেন সিনার। 

২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জকোভিড ২০০৫ সালে প্রথমবারের মত সিনসিনাতিতে খেলেছেন। ২০২৩ সালে সর্বশেষ এই মাস্টার্স টুর্নামেন্টের তৃতীয় শিরোপা জয় করেছিলেন। এর আগে পরাজিত হয়েছেন পাঁচটি ফাইনালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০