ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন রুবেন দিয়াস

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৪:০৩

ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : সেন্টার-ব্যাক রুবেন দিয়াসের সাথে নতুন চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে ম্যানচেস্টার সিটির। একটি সূত্র ইএসপিএন’কে এই তথ্য নিশ্চিত করেছে। 

দিয়াসের সাথে ইত্তিহাদ স্টেডিয়ামে বর্তমান চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত। তবে পর্তুগালের এই তারকা ডিফেন্ডারের সাথে আরো দীর্ঘ সময়ের জন্য চুক্তি করতে আগ্রহী সিটিজেনরা। এনিয়ে প্রয়োজনীয় কাজও শুরু হয়ে গেছে। 

সিটি ও দিয়াসের প্রতিনিধি চুক্তির শর্ত চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেছে। তবে সূত্রটি জানিয়েছে এখনো কিছু কিছু বিষয়ে নীতিগত সিদ্ধান্তে সমঝোতা হয়নি। 

২০২০ সালে বেনফিকা থেকে সিটিতে আসার পর পেপ গার্দিওলার দলে একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রমান করেছেন দিয়াস। সিটির হয়ে এ পর্যন্ত ২০০রও বেশী ম্যাচ খেলেছেন দিয়াস। ২০২১ সালে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছিলেন। 

আগামী দুই বছরের মধ্যে সিটির সাথে বেশ কয়েকজন খেলোয়াড়ের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। ইকে গুনডোগান, জন স্টোনস, এডারসন ও বার্নান্ডো সিলভার সাথে মাত্র এক বছরের চুক্তি বাকি রয়েছে। 

এছাড়া রড্রি, ফিল ফোডেন, মাতেও কোভাচিচ, ন্যাথান এ্যাকে, জ্যাক গ্রীলিশ ও ম্যানুয়েল আকাঞ্জির সাথে চুক্তি বাকি রয়েছে দুই বছর। 

আর্লিং হালান্ডের সাথে দিয়াস এই ক্লাবেই তার ভবিষ্যত সময়টা কাটাতে আগ্রহী। জানুয়ারিতে নরওয়েজিয়ান তারকা স্ট্রাইকার হালান্ড ২০৩৪ সাল পর্যন্ত সিটির সাথে চুক্তি নবায়ন করেছেন।

সূত্রটি জানিয়েছে দিয়াসের ভবিষ্যত নিশ্চিত হবার পর ক্লাব কর্তৃপক্ষ রড্রি ও ফোডেনের সাথেও দীর্ঘমেয়াদী চুক্তির বিষয়ে কাজ শুরু করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভিয়েতনামে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে : মাসুদ সাঈদী
উজবেকিস্তানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেল : সালাহউদ্দিন আহমেদ
‘জুলাই সনদ’ চূড়ান্ত পর্যায়ে রয়েছে : প্রধান উপদেষ্টা
সিলেটে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন
ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর ঐক্যের দিকে এগিয়ে যেতে হবে:  শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
দীর্ঘ ১৬ বছরের জুলুমের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট : ড. মঈন খান
ক্যাম্পাসগুলো বন্ধের পর আন্দোলনের প্ল্যাটফর্ম হয়ে উঠে পুরো বাংলাদেশ : আসিফ মাহমুদ
কিছু মানুষ ও চিহ্নিত রাজনৈতিক দল ছাড়া সকলেই জুলাই মুক্তিযোদ্ধা : আব্দুল্লাহ তাহের
১০