পোর্তোর সাবেক অধিনায়কের মৃত্যু

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৭:১৫

ঢাকা, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : অনুশীলন মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্তুগীজ ক্লাব পোর্তোর সাবেক অধিনায়ক জর্জ কস্তার মৃত্যু হয়েছে। ক্লাব সূত্র এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুকালে কস্তার বয়স হয়েছিল ৫৩ বছর। পোর্তোর পক্ষ থেকে ক্লাব ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়ের মৃত্যুতে শোক জানানো হয়েছে।

বিবৃতিতে পোর্তো জানায়, ‘কিংবদন্তী পোর্তো অধিনায়ক ও বর্তমানে পেশাদার ফুটবলের পরিচালক কস্তা মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।’

পর্তুগাল জাতীয় দলের সাবেক এই ডিফেন্ডার মঙ্গলবার সকালে ক্লাবের অনুশীলন মাঠে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয় গণমাধ্যমের সূত্রমতে জানা গেছে সাথে সাথে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

পোর্তোতেই কস্তা তার খেলোয়াড়ী জীবনের বেশীরভাগ সময় কাটিয়েছেন। এই ক্লাবের হয়ে আটটি লিগ ছাড়াও ২০০৪ সালে কোচ হোসে মরিনহোর অধীনে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জয় করেছেন। পর্তুগীজ জাতীয় দলের হয়ে ৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। 

১৯৯১ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়ী পর্তুগালের স্বর্ণালী যুগের ফুটবলার ছিলেন কস্তা। এসময় অনূর্ধ্ব-২০ দলে লুইস ফিগোও খেলেছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে কস্তার মৃত্যুতে শোক জানিয়ে পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো লিখেছেন, ‘সত্যিই দু:খজনক।’ কস্তাকে তিনি নিষ্ঠা ও অঙ্গীকারের উদাহরণ হিসেবে অভিহিত করেছেন। 

পোর্তোর চির প্রতিদ্বন্দ্বী দুই ক্লাব বেনফিকা ও স্পোর্টিং লিসবনের পক্ষ থেকেও কস্তার মৃত্যুতে শোক জানানো হয়েছে। বেনফিকা এক বিবৃতিতে বলেছে, ‘পর্তুগীজ ফুটবলারের মৃত্যুতে আমরা ব্যথিত। দেশের ফুটবল ও সর্বোপরী জাতীয় ক্রীড়ায় সে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রথমত একজন খেলোয়াড় হিসেবে, এরপর কোচ ও অতি সম্প্রতি ম্যানেজার হিসেবে তাকে সবাই স্মরণ করবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিকিউরিটিজ বন্ধক, অবমুক্তকরণ ও বাজেয়াপ্তকরণ নিয়ে ডিএসই’র কর্মশালা
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিজয় মিছিলে জনতার ঢল
ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালিতে জনদুর্ভোগ, দুঃখ প্রকাশ
অন্তর্বর্তী সরকারের কাছে খাদ্যশস্য মজুদ আছে ২১ লাখ মেট্রিক টন
এক বছরে বিমান খাতে রূপান্তরমূলক অগ্রগতি দৃশ্যমান
বাজার পরিস্থিতি এখন আরো স্থিতিশীল, ‘ব্যবসা সহজীকরণে’ সংস্কার চলমান
গত এক বছরে বাংলাদেশ কেন্দ্রিক পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে : তৌহিদ
সরকার মানসম্পন্ন ব্যয় নিশ্চিত ও তহবিল অপব্যবহার রোধ করছে
অন্তর্বর্তী সরকার ১৮ হাজার ৬৩১ কোটি টাকার বৈদেশিক বিদ্যুৎ বিল পরিশোধ করেছে
অন্তর্বর্তী সরকারের এক বছর : শ্রম ও কর্মসংস্থান খাতে নানা উদ্যোগ
১০