রশিদ খানকে অধিনায়ক করে এশিয়া কাপে আফগানিস্তানের প্রাথমিক দল ঘোষনা

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৭:৩৩

ঢাকা, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : আসন্ন এশিয়া কাপের জন্য তারকা অল-রাউন্ডার রশিদ খানের নেতৃত্বে ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষনা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। রশিদ খানকে অধিনায়ক হিসেবে পূর্ন সমর্থন দেবার কথাও জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভুগলেও তারকা এই অল-রাউন্ডারের প্রয়োজনীয়তা এখনো দলে গুরুত্বপূর্ণ হিসেবে তারা বিবেচনা করছে। 

এশিয়া কাপে শক্তিশালী ভাবেই রশিদ খান ফিরে আসবেন বলে বোর্ডের পক্ষ আত্মবিশ্বাস পোষন করা হয়েছে। এসিবি’র নির্বাচক কমিটির সদস্য মির মুবারিজ গণমাধ্যমের সাথে আলাপকালে রশিদের অবদান ও নেতৃত্বের গুনাবলীর প্রশংসা করেছেন। এ সময় মুবারিজ বলেন, ‘রশিদ খান আফগানিস্তানের সুপারস্টার খেলোয়াড়। সে সবসময়ই দলকে সেরাটা দিতেই মাঠে নামে। ফর্মহীনতায় ভোগা খেলারই একটি অংশ। কিন্তু সে ভালভাবেই জানে কিভাবে শক্তিশালী ভাবে ফিরে আসতে হয় এবং দেশের হয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে পারফর্ম করতে হয়।’

আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে দুই সপ্তাহের প্রস্তুতিমূলক ক্যাম্প আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন মুবারিজ। 

এ সম্পর্কে তিনি বলেন, ‘ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে আমরা প্রস্তুতিমূলক ক্যাম্পের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষনা করেছি। নতুন অন্তর্ভূক্ত খেলোয়াড়দের নিবিড় পর্যবেক্ষনে রাখবেন কোচিং স্টাফ ও ক্যাম্প চলাকালীণ অধিনায়ক। এশিয়া কাপের জন্যও এই ২২ খেলোয়াড়ের উপরই গুরুত্ব দেয়া হবে। তবে ইনজুরির ক্ষেত্রে কিছু পরিবর্তণ হতে পারে। এই দলে বেশ কিছু প্রতিভাবান পেসার আছে। বিশেষ করে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন আব্দুল্লাহ আহমাদজাই, বশির আহমেদ ও সেলিম সাফি। এরা সবাই ঘন্টায় ১৪০ কিমি গতিতে বোলিং করতে পারে।’

একইসাথে মুবারিজ আরো বলেছেন এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিন বিভাগ আফগানিস্তানে রয়েছে। এক্ষেত্রে তিনি রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবী ও আল্লাহ মোহাম্মদ গাজানফারের নাম উল্লেখ করেছেন। এছাড়া ঘরোয়া ক্রিকেটে দারুন পারফরর্ম করে দলে ডাক পেয়েছেন নানগায়াল খারোতি ও শারাফুদ্দিন আশরাফ।  এ বছর অনুষ্ঠিত শাগিজা লিগে সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন শারাফুদ্দিন। 

দুই সপ্তাহের ক্যাম্প শেষে দলের সংখ্যা ১৫জনে নামিয়ে আনা হবে। টি২০ ত্রিদেশীয় সিরিজ ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রথমদিনই ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও পাকিস্তান। 

এসিসি টি২০ এশিয়া কাপের আগে এই ত্রিদেশীয় সিরিজ তিন দলের জন্যই গুরুত্বপূর্ণ। ৯-২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আট দলের এশিয়া কাপ।

টি২০ ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপের জন্য আফগানিস্তানের প্রাথমিক দল :

রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, সাদিকুল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, ইব্রাহিম জাদরান, ডারউইশ রাসুলি, মোহাম্মদ ইসাক, মোহম্মদ নবী, নানগায়াল খারোতি, শারাফুদ্দিন আশরাফ, করিম জানাত, আজমাতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মুজিব জাদরান, এএম গাজানফার, নুর আহমাদ লাকানওয়াল, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, ফরিদ মালিক, সেলিম সাফি, আব্দুল্লাহ আহমাদজাই ও বশির আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ও’রুর্কের জায়গায় লিস্টার
আমাদের লক্ষ্য ছিল জুলাইয়ের সফলতা, ক্রেডিট নেওয়া নয় : অনিক 
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জয়পুরহাট বিএনপির মিছিল
বিডা ও ইউএনডিপি’র মধ্যে সমঝোতা স্মারক নবায়ন
জুলাই গণঅভ্যুথানের বর্ষপূর্তি উপলক্ষে পঞ্চগড়ে বিএনপির মিছিল
এগারো মাদক মামলার আসামি সাদ্দাম হোরোইনসহ গ্রেফতার
বিমসটেকের সঙ্গীত উৎসবে সাংস্কৃতিক ঐতিহ্যের ঝলক
বেক্সিমকো ফার্মা পরিদর্শন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ ও আনিসুজ্জামানের
জনশৃঙ্খলা রক্ষায় প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
১০