ঢাকা, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : বরুসিয়া ডর্টমুন্ডে ভাই জুড বেলিংহামের পদাঙ্ক অনুসরণ করা নিয়ে কিছুটা হলেও উদ্বেগ অনুভব করছেন বলে স্বীকার করেছেন জোব বেলিংহাম। এবারের গ্রীষ্মে জার্মান জায়ান্ট ডর্টমুন্ডে যোগ দিয়েছেন জোব।
১৯ বছর বয়সী জোব তারকা মিডফিল্ডার জুডের থেকে দুই বছরের ছোট। জুড ২০২৩ সালে ডর্টমুন্ডে তিন বছর কাটানোর পর রিয়াল মাদ্রিদে যোগ দেন।
ইংল্যান্ড জাতীয় দলে এই মুহূর্তে অন্যতম সেরা তারকা জুড ইতোমধ্যে বিশ্বের সেরা একজন মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রমান করেছেন।
ছোট ভাই জোব জুনে সান্ডারল্যান্ড থেকে ডর্টমুন্ডে যোগ দেন। এই মৌসুমেই চ্যাম্পিয়নশীপ থেকে উন্নীত হয়ে সান্ডারল্যান্ড প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।
জোব স্বীকার করেছেন জার্মানীতে যাবার আগে সেখানকার পরিবেশ কি হবে সেটা তিনি বুঝতে পেরেছিলেন। অস্ট্রিয়ায় ডর্টমুন্ডে প্রাক-মৌসুম ক্যাম্পকে সামনে রেখে গণমাধ্যমে জোব বলেছেন, ‘এই ধরনের পরিবেশ সম্পর্কে আগে থেকে কিছুটা হলেও আঁচ করা যায়। এ কারনেই আমার মধ্যে উদ্বেগের জন্ম হয়েছে, বিশেষ করে আমার বয়স যেহেতু এখনো অনেক কম, প্রত্যাশার চাপটা একটু বেশী। আমি এখনো পুরোপুরি পরিণত হয়ে উঠতে পারিনি। এখনো সবকিছুর সাথে মানিয়ে নেবার চেষ্টা করছি। এই বিষয়গুলো যে আমার উপর খুব বেশী প্রভাব ফেলবে না, এটা ক্লাবের উপর নির্ভর করছিল। এখানে আসার সিদ্ধান্ত আমার ছিল। আমার এই সিদ্ধান্ত অন্য কারো দ্বারা প্রভাবিত না।’
যুক্তরাস্ট্রে সদ্য সমাপ্ত ক্লাব বিশ্বকাপে ডর্টমুন্ডের হয়ে অভিষেক হয়েছে জোবের। সেখানে চার ম্যাচে এক গোল করা ছাড়াও একটি এ্যাসিস্টও করেছেন জুনিয়র বেলিংহাম।
ভাইয়ের সাথে তুলনা এড়াতে সান্ডারল্যান্ডে জোব জার্সির পিছনে তার প্রথম নামই ব্যবহার করেছেন। ভাইয়ের মত শেষ নাম বেলিংহাম তিনি ব্যাবহার করেননি। জোবের এ পর্যন্ত যাত্রা নিয়ে জুড দারুন গর্বিত বলে জানা গেছে। জোবের ডর্টমুন্ডে যোগ দেবার বিষয়টি নিয়েও জুড বেশ আনন্দিত ছিলেন। যদিও বিষয়টা নিয়ে ততটা আলোচনা দুই ভাইয়ের মধ্যে হয়নি।
আগামী ১৮ আগস্ট জার্মানর কাপের প্রথম রাউন্ডে এসেনের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে ডর্টমুন্ড।