জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ও’রুর্কের জায়গায় লিস্টার

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৯:৫৪

ঢাকা, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : পিঠের ইনজুরির কারনে জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল থেকে বুলাওয়েতে শুরু হওয়া দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার উইল ও’রুর্ক। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এই তথ্য নিশ্চিত করেছে। 

২৩ বছর বয়সী এই পেসার গত সপ্তাহে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত প্রথম টেস্টের তৃতীয় দিনে পিঠের ইনজুরিতে পড়েন। ঐ ম্যাচে ও’রুর্ক ২৩ ওভার বোলিং করে ৩ উইকেট তুলে নেন। নিউজিল্যান্ডের ৯ উইকেটে জয়ের ম্যাচটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ও’রুর্ক। 

দ্বিতীয় টেস্টে ও’রুর্কের অনুপস্থিতিতে দলে ডাকা হয়েছে বাঁ-হাতি পেসার বেন লিস্টারকে। নিউজিল্যান্ডের সীমিত ওভারের দলে প্রতিনিধিত্ব করলেও এখনো টেস্টে অভিষেক হয়নি লিস্টারের। এ পর্যন্ত তিনি তিনটি ওয়ানডে ও ১২টি টি২০ ম্যাচ খেলেছেন। এক বছরেরও বেশী সময় আগে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন লিস্টার। 

প্রথম টেস্টে দাপুটে পারফরমেন্সের পর দ্বিতীয় টেস্টেও আধিপত্য ধরে রাখতে বদ্ধপরিকর নিউজিল্যান্ড। 

এর আগে সপ্তাহের শুরুতে নিউজিল্যান্ডের অল-রাউন্ডার ন্যাথান স্মিথও পেটের পেশীতে টান পড়ায় দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন। তার জায়গায় দলে ডাকা হয়েছে অল-রাউন্ডার জাকারি ফৌকসকে। টেস্ট দলে এই প্রথমবার ডাক পেলেন ফৌকস। বুলাওয়েতে প্রথম টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংয়ের সময় স্মিথ ইনজুরিতে আক্রান্ত হন। পরবর্তীতে এমআরআই স্ক্যানে তার ইনজুরির মাত্রা নিশ্চিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে আগামী দুই থেকে চার সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে। 

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ২৭ বছর বয়সী এই অল-রাউন্ডার। মাত্র ২০ রানে তার ৩ উইকেট দখলে জিম্বাবুয়ের ইনিংস ১৪৯ রানে গুটিয়ে যায়। নিউজিল্যান্ডের ইনিংসে স্মিথ অবশ্য ৭৯ রানে ২২ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরে আসেন। এরপর আর ফিল্ডিংয়ে নামেননি।

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড :

টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, বেন লিস্টার, হেনরি নিকোলস, আয়াজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবিন্দ্র, মিচেল স্যান্টনার, জাকারি ফৌকস, উইল ইয়ং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমানের শ্বশুরের ৪১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো বাংলার জমিনে রয়ে গেছে : অধ্যক্ষ আলমগীর হোসেন
সমাজকল্যাণমূলক বিভিন্ন সেবা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: শারমীন এস মুরশিদ 
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, আক্রান্ত ৪২৮
সংসদ নির্বাচন নিয়ে মাঠপর্যায়ে মতবিনিময় করতে রংপুর যাচ্ছেন সিইসি
রাফিউস সাজ্জাদ বাপাউবো প্রকৌশলী সমিতির কমিটির আহ্বায়ক
ওএসডি হওয়া ৭৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ধর্ম উপদেষ্টা / সারাদেশে বেহাত ওয়াক্ফ সম্পত্তি উদ্ধারে অভিযান শুরু হচ্ছে : ধর্ম উপদেষ্টা 
‘মওদূদীর ইসলাম’ বলে স্বতন্ত্র কোন ইসলাম নেই: বাংলাদেশ জামায়াতে ইসলামী
ভ্যান্স ২০২৮ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন 
১০