ঢাকা, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে প্রদর্শনী হ্যান্ডবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পল্টনস্থ জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেয় তিনটি দল। আসন্ন এসএ গেমসকে সামনে রেখে অনুশীলন ক্যাম্পে থাকা পুরুষ জাতীয় হ্যান্ডবল দলের খেলোয়াড়দের লাল, নীল ও সবুজ এই তিন দলে বিভক্ত করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গ্রুপ পর্বে একে অপরের সাথে একটি করে ম্যাচ খেলার পর গ্রুপ চ্যাম্পিয়ান নীল ও রানার্সআপ লাল দলের মাঝে বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে নীল দল দুর্দান্ত পারফর্ম করে লাল দলকে ৪০-৩২ গোলের ব্যবধানে পরাজিত করে শিরোপা অর্জন করে। ফাইনাল শেষে চ্যাম্পিয়ান দলকে ট্রফি প্রদান করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন আহাম্মেদ, কোষাধ্যক্ষ খালেদ আনোয়ার এবং যুগ্ম সম্পাদক রাশিদা আফজালুন নেসাসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।