সানজিদ-সামিউনের নৈপুন্যে দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশের যুবারা

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৬:১১
ছবি : সংগৃহীত

ঢাকা, ৭ আগস্ট ২০২৫ (বাসস) : স্পিনার সানজিদ মজুমদার ও অলরাউন্ডার সামিউন বশিরের নৈপুন্যে জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজে লিগ পর্বে নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ দল। 

গতরাতে হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় বাংলাদেশ। দুই বাঁ-হাতি স্পিনার সানজিদ ও সামিউনের সাথে পেসার আল ফাহাদের বোলিং তোপে ৩৭.২ ওভারে ১৪৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। 

বল হাতে বাংলাদেশের সফল বোলার ছিলেন সানজিদ। ৮ ওভারে ৩৯ রানে ৪ উইকেট নেন তিনি। এছাড়া ফাহাদ ও সামিউন ২টি করে এবং ইকবাল হোসেন ও রিজান হোসেন ১টি করে উইকেট শিকার করেন। 

১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সতীর্থদের যাওয়া-আসার মাঝে এক প্রান্ত আগলে রানের চাকা সচল রেখেছিলেন ওপেনার রিফাত বেগ। হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৩ রানে আউট হন তিনি। ৪৭ বল খেলে ৫টি চার ও ১টি ছক্কা মারেন রিফাত। 

উপরের সারির ব্যাটারদের ব্যর্থতায় হারের পথে থাকা বাংলাদেশকে লড়াইয়ে ফেরান উইকেটরক্ষক মো: আব্দুল্লাহ ও সামিউন। জুটি গড়ার লক্ষ্যে আব্দুল্লাহ টেস্ট মেজাজে খেললেও আগ্রাসী ব্যাটিংয়ে ৩৪ বলে হাফ-সেঞ্চুরি করেন সামিউন। 

ষষ্ঠ উইকেটে ৮০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১২৩ বল বাকী থাকতে বাংলাদেশকে জয় উপহার দেন সামিউন-আব্দুল্লাহ। 

৬ চার ও ৩ ছক্কায় সামিউন ৩৬ বলে অপরাজিত ৫২ এবং ৪৭ বল খেলে ২০ রানে অপরাজিত থাকেন আব্দুল্লাহ। 

৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে আগেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে আগেই ফাইনালে নাম লিখিয়েছে দক্ষিণ আফ্রিকা।

আগামী ১০ আগস্ট ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। আগামীকাল লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০