লিভারপুল থেকে আল হিলালে যোগ দিচ্ছেন নুনেজ

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৭:৫৫ আপডেট: : ০৭ আগস্ট ২০২৫, ১৮:০৮

ঢাকা, ৭ আগস্ট ২০২৫ (বাসস) : লিভারপুল থেকে স্ট্রাইকার ডারউইন নুনেজকে দলে নিতে সম্মত হয়েছে সৌদি পেশাদার লিগের ক্লাব আল হিলাল। একটি সূত্র ইউএসপিএন’কে এই তথ্য নিশ্চিত করেছে।

২০২২ সালের গ্রীষ্মে ৬৪ মিলিয়ন পাউন্ডে বেনফিকা থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন উরুগুইয়ান নুনেজ।

তিন মৌসুমে ১৪৩ ম্যাচে তিনি গোল করেছেন ৪০টি। গত মৌসুমে লিভারপুলের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে নুনেজের অনবদ্য ভূমিকা থাকা সত্তেও তাকে ধরে রাখতে পারলো না অল রেডসরা। 

জানুয়ারিতে নুনেজের এ্যানফিল্ড ছাড়ার একটি গুঞ্জন ছিল। ঐ সময়ই সৌদি লিগে তাকে নিয়ে বিশাল আগ্রহের কথা ট্রান্সফার মার্কেটে প্রায়ই শোনা গেছে।

সূত্রটি জানিয়েছে এবারের গ্রীষ্মে আবারো লিভারপুল ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন নুনেজ। সৌদি আরবের ক্লাব আল হিলাল এবার তাকে ৫৩ মিলিয়ন ইউরোতে দলে নেবার জন্য রাজী হয়। ইতালিয়ান সিরি-এ ক্লাব নাপোলির পক্ষ থেকেও নুনেজকে নেবার ব্যপারে আগ্রহ প্রকাশ করা হলে লিভারপুল সেই প্রস্তাব বাতিল করে দেয়। 

লিভারপুল বিশ্বাস করে সিরি-এ চ্যাম্পিয়ন নুনেজের জন্য যথাযথ অর্থের প্রস্তাব দেয়নি। 

নুনেজের চলে যাওয়া চূড়ান্ত হবার পর ট্রান্সফার মার্কেটে অন্য কোন এ্যাটাকিং খেলোয়াড়ের জন্য খোঁজ শুরু করে দিয়েছে লিভারপুল। প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা ইতোমধ্যেই নিউক্যাসলের আলেক্সান্দার ইসকারের ব্যপারে আলোচনা শুরু করেছে। এই মুহূর্তে নুনেজের যথার্থ বিকল্প হতে পারেন ইসাক। 

ডারউইন নুনেজের মাধ্যমে এবারের গ্রীষ্মে ট্রান্সফার মার্কেটে লিভারপুল প্রায় ২০০ মিলিয়ন পাউন্ডের ল্যান্ডমার্ক স্পর্শ করতে যাচ্ছে। ইতোমধ্যেই তারা কাওমিজিন কেলেহার, ন্যাট ফিলিপস, জারেল কুয়ানশাহ, ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড, লুইস দিয়াজ ও টেইলর মরটনকে ১৪৬.৫ মিলিয়ন পাউন্ডে ছেড়ে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে বেথেলের রেকর্ড
ওয়ার্ল্ড আরচ্যারী ইয়ুথ চ্যাম্পিয়নশীপে অংশ নিতে কানাডা গেল বাংলাদেশ দল
শেরপুরে বাসচাপায় পথচারীর মৃত্যু
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় জীবনের ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা 
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বব সিম্পসনের মৃত্যু
মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সকল ধর্মের মানুষ সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে বাংলাদেশে বসবাস করছেন : তারেক রহমান
নওগাঁয় ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু
ফেনীতে জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও সভা
১০