ঢাকা, ৭ আগস্ট ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেই ব্যাট হাতে ৪৪ রানের ইনিংস খেললেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর।
আইসিসির দুর্নীতি দমন আইন ও ডোপিং নিয়ম ভঙ্গ করার কারণে ২০২২ সালের জানুয়ারিতে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন টেইলর। নিষেধাজ্ঞার আগে ২০২১ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি।
অবশেষে নিষেধাজ্ঞা কাটিয়ে ও অবসর ভেঙ্গে দীর্ঘ দিন পর জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরলেন টেলর।
আজ থেকে বুলাওয়েতে শুরু হওয়া দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। দলের ওপেনার হিসেবে নেমে ৬টি চারে ১০৭ বলে ৪৪ রান করেন টেইলর। নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরির বলে নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক মিচেল স্যান্টনারকে ক্যাচ দেন টেইলর।
মাঠে ফিরে দীর্ঘতম টেস্ট ক্যারিয়ারের তালিকায় ১২তম স্থানে জায়গা করে নিয়েছেন টেইলর।
২০০৪ সালের ৬ মে শ্রীলংকার বিপক্ষে হারারেতে টেস্ট অভিষেক হয় টেইলরের। টেস্ট ক্রিকেটে টেইলরের বয়স ২১ বছর ৯৩ দিন।
টেস্টে দীর্ঘতম ক্যারিয়ারের বিশ্ব রেকর্ডের মালিক ইংল্যান্ডের উইলফ্রেড রোডস। ১৮৯৯ সালের পহেলা জুন অভিষেক হয় রোডসের। ১৯৩০ সালের ১২ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন তিনি। মোট ৩০ বছর ৩১৫ দিন টেস্ট খেলেছেন ১৯৭৩ সালের ৮ জুলাই মারা যাওয়া রোডস। ৯৫ বছর ২৫২ দিন বয়সে মারা যান এই ডান-হাতি ব্যাটার।
দীর্ঘতম টেস্ট ক্যারিয়ারে শীর্ষ ২০ জনের মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন মুশফিকুর রহিম। ১৮তম স্থানে আছেন তিনি।
২০০৫ সালের ২৬ মে অভিষেক হয় মুশফিকের। এখনও জাতীয় দলের হয়ে টেস্ট খেলছেন তিনি। মুশফিকের টেস্ট ক্যারিয়ারের বয়স ২০ বছর ৭৩ দিন।