এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৯:২২ আপডেট: : ০৭ আগস্ট ২০২৫, ১৯:২৫

ঢাকা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশের তিন অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ আসন্ন এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেটে খেলবেন। 

আজ এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।

যদি এনসিএল টি-টোয়েন্টিতে অংশ নেন তামিম তাহলে এই টুর্নামেন্ট দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তামিম।  বছরের শুরুতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠের থেকে ছিটকে গিয়েছিলেন তামিম। 

আজ আকরাম বলেন, ‘আমি ইতোমধ্যেই তামিম ইকবালের সাথে কথা বলেছি। টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার আগ্রহ প্রকাশ করেছে সে।’ 

নিজ নিজ বিভাগের হয়ে খেলবেন তামিম ও মাহমুদুল্লাহ। তবে এ বছর সিলেট বিভাগের হয়ে খেলবেন মুশফিক। সাধারণত রাজশাহী বিভাগের হয়ে খেলে থাকেন তিনি। 

বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম বলেন, ‘খুব সম্ভবত সিলেটের হয়ে খেলার জন্য অনুরোধ করেছে মুশফিক। আমার মনে হয়, এ বছর সিলেট বিভাগের হয়ে খেলতে চায় সে। নির্বাচকরা আমাকে মাহমুদুল্লাহ সর্ম্পকে কিছু বলেনি। তবে আমার মনে হয়, সেও খেলবেন।’

গত বছর প্রথমবারের মত শুরুর পর এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেট স্থানীয় খেলোয়াড়দের কাছে জনপ্রিয় হয়ে উঠে। কারণ একমাত্র এই টুর্নামেন্ট দিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের মেলে ধরার সুযোগ পায় স্থানীয় ক্রিকেটাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০