ক্রিকেটারদের দীর্ঘ মৌসুমের জন্য প্রস্তুত রাখতে বিসিবির বিশেষ ক্যাম্প

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ২০:০৩

ঢাকা, ৭ আগস্ট ২০২৫ (বাসস) : ক্রিকেটারদের দীর্ঘ মৌসুমের জন্য প্রস্তুত রাখতে স্কিল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সাধারণত আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ততার কারণে নিজেদের কৌশল এবং খেলার বিভিন্ন দিক নিয়ে কাজ করার জন্য খুবই কম সময় পেয়ে থাকে ক্রিকেটাররা। চলতি মাসে ভারত বাংলাদেশ সফর স্থগিত করায় এ মুর্হূতে কোন আন্তর্জাতিক ব্যস্ততা নেই টাইগারদের। তাই এবার নিজেদের নিয়ে কাজ করার জন্য পর্যাপ্ত সময় পেয়েছে ক্রিকেটাররা। 

এ মাসে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল ভারতের। এক বছরের জন্য বাংলাদেশ সফর স্থগিত করেছে ভারত। 

২২ গজে ব্যস্ততা না থাকায় ফিটনেস প্রশিক্ষণ এবং বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করেছে বিসিবি। যা নেদারল্যান্ডস সিরিজের আগ পর্যন্ত চলবে। 

গতকাল থেকে ফিটনেস অনুশীলন পর্ব শুরু হয়েছে। পুরো দিনই জিমে সময় কাটিয়েছেন ক্রিকেটাররা। আজ একবার জিম সেশন করেছেন তারা। তাই শুক্র ও শনিবার বিশ্রাম পাচ্ছে ক্রিকেটররা।

রোববার ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিটনেস পরীক্ষা নেবে বিসিবি। ফিটনেস অনুশীলন ১৪ আগস্ট পর্যন্ত চলবে। এরপর বিভিন্ন কোচের অধীনে নিজেদের কৌশল নিয়ে কাজ করবেন ক্রিকেটাররা। 

ঢাকা পর্বের অনুশীলন শেষে সিলেটে উড়ে যাবে ক্রিকেটাররা। যেখানে আরও একটি ক্যাম্প করবে তারা। সিলেটেই নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। 

নেদারল্যান্ডস সিরিজের পর এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ। এশিয়া কাপের পর ওয়ানডে ও টেস্ট ফরম্যাটের জন্য নিজেদের প্রস্তুত করবে বাংলাদেশ।

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ সফর করবে ওয়েস্ট ইন্ডিজ। 

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দিয়ে চলতি বছর শেষ করবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইজিপির সঙ্গে জাতিসংঘের বাংলাদেশ বিষয়ক নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ
গাজা যুদ্ধ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসছে ইসরাইল
খুলনায় অভিভাবকহীন দুই নবজাতক পেয়েছে নাম ও নতুন পরিবার 
ডিসেম্বরে প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি সানাউল্লাহ
পিরোজপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা
কাজী রকিবউদ্দীনসহ সাবেক ১২ নির্বাচন কমিশনারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বগুড়াসহ তিন ভেন্যুতে এনসিএল টি-টোয়েন্টির ম্যাচ
ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ
রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখবেন  তারেক রহমান  
পতাকা বৈঠক : ১৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফ’র
১০