ঢাকা, ৮ আগস্ট ২০২৫ (বাসস) : দীর্ঘ ৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের মিশনে নামছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আগামীকাল থেকে ঘরের মাঠ ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে দীর্ঘদিনের দুঃস্মৃতি মুছে ফেলতে চায় ক্যারিবীয়রা। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বদ্ধপরিকর পাকিস্তান।
১৯৯১ সালে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল ক্যারিবীয়রা।
এরপর পাকিস্তানের বিপক্ষে কোন দ্বিপাক্ষিক সিরিজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
১৯৯১ সালের পর ১১টি ওয়ানডে সিরিজে পাকিস্তানের মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ। ১টি সমতায় এবং ১০টি সিরিজ হারে ক্যারিবীয়রা।
এবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের বৃত্ত ভাঙ্গতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। দলের অধিনায়ক শাই হোপ বলেন, ‘দীর্ঘদিন ধরে ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে সাফল্য নেই আমাদের। এবার আমরা সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে চাই। আমাদের এ দলটি ভারসাম্যপূর্ণ এবং সিরিজ জয়ের যোগ্যতা রাখে। সিরিজ জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।’
ওয়ানডেতে সময়টা ভাল কাটছে না পাকিস্তানের। সর্বশেষ তিন সিরিজে কোন সাফল্য নেই তাদের। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হারে পাকিস্তান।
সাফল্যের ধারায় ফিরতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে চায় পাকিস্তান। দলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেন, ‘সর্বশেষ তিন সিরিজে আমরা ভাল করতে পারিনি। এবার আমরা জয়ের ধারায় ফিরতে চাই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের ব্যাপারে দল আশাবাদী।’
ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ দল : শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জেডিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রাান্ডন কিং, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলেস ও রোমারিও শেফার্ড।
পাকিস্তান দল : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আগা, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলি, হাসান নাওয়াজ, হোসেন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।