ঢাকা, ৮ আগস্ট ২০২৫ (বাসস) : তৃষ্ণা রানী সরকারের হ্যাটট্রিকে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ।
আজ লাওস জাতীয় স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৮-০ গোলে হারিয়েছে তিমুর লেস্তেকে। ম্যাচের প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে হ্যাটট্রিকসহ তিন গোল করেন তৃষ্ণা রানী। বাকী পাঁচ গোল করেন- সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবিরন খাতুন, সাগরিকা ও মুনকি আক্তার।
ম্যাচের প্রথম গোলের জন্য ২০ মিনিট অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। স্বপ্না রানীর কর্নার থেকে হেডে গোল করেন শিখা।
৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন শান্তি। ৩ মিনিট পর বাংলাদেশকে ৩-০ গোলে এগিয়ে দেন নবিরন।
প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সাগরিকার যোগান দেওয়া বলে গোল করেন তৃষ্ণা। ৪-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমভাগ শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য মরিয়া হলেও বলকে প্রতিপক্ষের জালে পাঠাতে পারছিল না বাংলাদেশ। অবশেষে ম্যাচের ৫৭ মিনিটে বাংলাদেশকে পঞ্চম গোল এনে দেন তৃষ্ণা। দুই গোল করে হ্যাটট্রিকের দ্বারপ্রান্তে পৌঁছে যান তিনি।
৭৩ মিনিটে সাগরিকার গোলে ম্যাচে ৬-০ গোলের লিড নেয় বাংলাদেশ।
সাগরিকার গোলের পর হ্যাটট্টিক পূর্ণ করেন তৃষ্ণা। ৮২ মিনিটের সাগরিকার পাস থেকে বলকে প্রতিপক্ষের জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন তৃষ্ণা।
প্রথমার্ধের মত দ্বিতীয়ার্ধেরও যোগ করা সময়ে গোল করে বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে তিমুর লেস্তের জালে অষ্টম ও শেষ পেরেক ঠুকে দেন মুনকি। ফলে ৮-০ গোলের বড় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে নারী এশিয়ান কাপ বাছাই শুরু করেছিল বাংলাদেশ। ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা।
আগামী রোববার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।