কাঁধের ইনজুরিতে ছিটকে গেলেন ফোর্ড

বাসস
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ২০:০৫

ঢাকা, ৮ আগস্ট ২০২৫ (বাসস) : কাঁধে ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজ পেসার ম্যাথু ফোর্ড।

ওয়েস্ট ইন্ডিজের অনুশীলন সেশনে ফিল্ডিং চলাকালীন ক্যাচ নেওয়ার সময় কাঁধে চোট পান ফোর্ড। এরপর তার কাঁধে এক্স-রে করানো হয়।

পরীক্ষা-নিরিক্ষার রিপোর্টে দেখা যায়, ফোর্ডের কাঁধের হাড় সরে গেছে। ফলে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না তিনি।

পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও পারদর্শী ফোর্ড। গত মাসে ওয়ানডেতে দ্রুততম হাফ-সেঞ্চুরির বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ ছক্কা ও ১ চারে ১৬ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন ফোর্ড। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।

ফোর্ডের বদলি হিসেবে ওয়ানডে সিরিজের জন্য প্রথমবারের মত ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ইয়োহান লেইন।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ১২ ম্যাচে ১২৪ রান ও ১৩ উইকেট শিকার করেছেন ২১ বছর বয়সী লেইন।

লেইন ছাড়াও পাকিস্তান সিরিজে ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণে আরও আছেন জেইডেন সিলেস, শামার জোসেফ, রোমারিও শেফার্ড ও জেডাইয়া ব্লেডস। স্পিনার হিসেবে আছেন রোস্টন চেজ ও গুদাকেশ মোতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০