টের স্টেগেনকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিল বার্সেলোনা

বাসস
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ২০:৫৬
মার্ক-আন্দ্রে টের স্টেগেন -ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ আগস্ট ২০২৫ (বাসস) : মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা। গতরাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সা। 

লা-লিগা কর্তৃপক্ষকে চিকিৎসা সংক্রান্ত তথ্য না দেওয়ার কারণে সম্প্রতি বার্সেলোনার সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন টের স্টেগেন। 

হাঁটুর ইনজুরিতে গত মৌসুমে বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন টের স্টেগেন। গত মাসের শেষ দিকে পিঠে অস্ত্রোপচার করান তিনি। অস্ত্রোপচারের কারণে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। 

লা লিগার নিয়ম অনুযায়ী, যদি কোন খেলোয়াড় চার মাসের বেশি মাঠের বাইরে থাকে, তাহলে বার্ষিক বেতনের ৮০ শতাংশ বাদ দিয়ে নিয়ম মেনে নতুন খেলোয়াড় নিবন্ধন করা যাবে। 

কিন্তু বার্সেলোনার সাথে বিরোধের কারণে চিকিৎসা সংক্রান্ত কোন তথ্য লা লিগাকে দিতে চাননি টের স্টেগেন। তাই টের স্টেগেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিল বার্সেলোনা। 

বিবৃতিতে বার্সেলোনা জানায়, ‘মার্ক-আন্দ্রে টের স্টেগেনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের আইনি প্রক্রিয়া শুরু হওয়ায় এবং বিষয়টি পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত ক্লাব, ক্রীড়া পরিচালক ও কোচিং স্টাফের সাথে পারস্পরিক সম্মতিতে সাময়িকভাবে দলের প্রথম অধিনায়কে তার পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব।’

টের স্টেগেনের জায়গায় বার্সেলোনার অধিনায়কের দাািয়ত্ব পালন করবেন বর্তমান সহ-অধিনায়ক রোনাল্ড আরাউহো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০