টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১৮:০০

ঢাকা, ৯ আগস্ট ২০২৫ (বাসস) : আগামী বছর ভারত ও শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কাল থেকে তিন ম্যাচের সিরিজ খেলতে নামছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই সিরিজ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করতে যাচ্ছে দু’দল। সিরিজ জয়ের পাশাপাশি দল নিয়ে পরীক্ষা-নিরিক্ষার পরিকল্পনা আছে দু’দলের। 

অস্ট্রেলিয়ার ডারউইনের সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টা ১৫ মিনিটে। 

২০২৪ সালে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। ফাইনালে ভারতের কাছে ৭ রানে হেরে যায় প্রোটিয়ারা।

এরপর চারটি দ্বিপাক্ষীক সিরিজ খেলে ১টি করে জয় ও ড্র এবং দু’টিতে হারে দক্ষিণ আফ্রিকা। বেশিরভাগ সিরিজের দলের মূল খেলোয়াড়রা ছিলেন না। 

টি-টোয়েন্টি সিরিজের সাফল্য আশানুরূপ না হলেও এ বছরের জুনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে ৫ উইকেট হারিয়ে প্রথমবারের মত আইসিসি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় প্রোটিয়ারা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের সুখস্মৃতি পেছনে ফেলে বিশ্বকাপের জন্য টি-টোয়েন্টি ফরম্যাটের দিকে নজর দিতে মরিয়া দক্ষিণ আফ্রিকা। দলের সেরা পেসার কাগিসো রাবাদা বলেন, ‘আমি মনে করি, দক্ষিন আফ্রিকার জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় এক বিশেষ অর্জন ছিল। এই অর্জন আমরা কখনও ভুলবো না। আমাদের ক্রিকেট ইতিহাসে এটি সেরা অর্জন হতে থাকবে। তবে এখন আমাদের সামনে এগিয়ে যাবার পালা। আগামী বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। গত বছর আমরা শিরোপা জয়ের সেরা সুযোগ হাতছাড়া করেছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছি আমরা।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেয় অস্ট্রেলিয়া। এরপর চার সিরিজ খেলে তিনটিতে জয় ও একটি সমতায় শেষ করে অসিরা। গত বিশ্বকাপের ব্যর্থতাকে পেছনে ফেলে আগামী বিশ্বকাপের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরুর কথা জানালেন দলের অধিনায়ক মিচেল মার্শ। তিনি বলেন, ‘গত বিশ্বকাপে আমরা দল হিসেবে ভাল করতে পারিনি।

আগামী বিশ্বকাপ আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এজন্য এখন থেকে আমরা প্রস্তুতি শুরু করছি। দল নিয়ে পরীক্ষা-নিরিক্ষার কাজটা দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে শুরু হবে।’

দল নিয়ে পরীক্ষা-নিরিক্ষা হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ওপেনিং জুটি চূড়ান্ত করে ফেলেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ পর্যন্ত বাঁ-হাতি ব্যাটার ট্রাভিস হেডকে নিয়ে ইনিংস শুরু করবেন মার্শ। তিনি বলেন, ‘আগামী বিশ্বকাপ পর্যন্ত আমি ও হেডি ইনিংস শুরু করব। আমরা একসাথে অনেক খেলেছি। আমাদের মধ্যে দারুণ বোঝাপড়া আছে। আশা করছি, ২২ গজেও আমরা অস্ট্রেলিয়ার জন্য ভাল শুরু এনে দিতে পারব।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কখনও ইনিংস শুরু করেননি মার্শ ও হেড। তবে ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে ৫ ইনিংসে ৭০.৫০ গড়ে ২৮২ রান তুলছেন তারা।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৫বার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের ৮ জয়ের বিপরীতে ১৭ ম্যাচ জিতেছে অসিরা।

অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), সিন এ্যাবট, টিম ডেভিড, বেন ডোয়ারশিস, ন্যাথান এলিস, ক্যামেরুন গ্রীন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, এডাম জাম্পা।

দক্ষিণ আফ্রিকা দল : আইডেন মার্করাম (অধিনায়ক), কর্বিন বোশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জর্জ লিন্ডে, কিওয়েনা মাফাকা, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিদি, নাকাবা পিটার, লুহান-ড্রি প্রিটোরিয়ান, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন, রাসি ভ্যান ডার ডুসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাচারের সময় আটক গৌতম বুদ্ধের মূর্তিটি পরীক্ষার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠানোর নির্দেশ
সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে : ডা. তাহের
পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জন গ্রেফতার
গণঅভ্যুত্থানে আহত ও অসুস্থদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান
এস এম সুলতানের হারিয়ে যাওয়া ছবি উদ্ধারে উদ্যোগ নেয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা 
জালিয়াতি করে ডাম্পিং ইয়ার্ড থেকে মোটরসাইকেল ছাড়ানোর চেষ্টায় একজন আটক
বিশ্বমানের শিল্প-সংশ্লিষ্ট দক্ষতা অর্জনে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষা উপদেষ্টা
কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫ জারি
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
বগুড়ায় গণশুনানি চলাকালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি : দুদক
১০